সারা দেশের বিভিন্ন থানা থেকে লুট হওয়া ৫৩৪ অস্ত্র উদ্ধার
প্রকাশিত হয়েছে : ১৫ আগস্ট ২০২৪
দেশ ডেস্ক:: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় থানা ও পুলিশের বিভিন্ন ফাঁড়ি থেকে খোয়া যাওয়া ৫৩৪টি অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে গোলাবারুদ ও টিয়ারশেল উদ্ধার করা করেছে।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) পুলিশ সদর দপ্তর এক খুদে বার্তায় এ তথ্য জানায়।
ওই বার্তায় জানা গেছে, সারা দেশ থেকে সম্প্রতি লুণ্ঠিত বিভিন্ন ধরনের অস্ত্র ৫৩৪টি, গোলাবারুদ ১০ হাজার ২১৯ রাউন্ড, টিয়ারশেল ৩৫৯ ও সাউন্ড গ্রেনেড ১৪২টি উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ সদর দপ্তরের আরেকটি খুদে বার্তায় জানা গেছে, সারা দেশে সাব থানায় অপারেশনাল কার্যক্রম শুরু হয়েছে। এর মধ্যে মেট্রোপলিটনে ১১০টি ও জেলায় ৫২৯টি মোট ৬৩৯টি থানায় কার্যক্রম শুরু হয়েছে। এ ছাড়া, রেলওয়ে পুলিশের ২৪টি থানাও কার্যক্রম শুরু হয়েছে।