মির্জা ফখরুল : চিকিৎসার জন্য শিগগিরই বিদেশে যাবেন খালেদা জিয়া
প্রকাশিত হয়েছে : ১৬ আগস্ট ২০২৪
দেশ ডেস্ক:: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য শিগগিরই বিদেশে যাচ্ছেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আমরা তাঁর জন্য সবাই দোয়া করব, পুরোপুরি সুস্থ হয়ে যেন আমাদের মাঝে ফিরে আসেন।
খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় আয়োজিত দোয়া মাহফিলে এ কথা বলেন মির্জা ফখরুল।
বিএনপি মহাসচিব বলেন, আমাদের সন্তানরা বুকের তাজা রক্ত দিয়ে বিজয় এনে দিয়েছে। ছাত্রদলের অনেক ছেলে মারা গেছে। কোনো বিভেদ করা যাবে না। ঐক্যবদ্ধভাবে থাকতে হবে। সংগ্রাম শেষ হয়ে যায়নি। আমরা এখনও ভাসমান অবস্থায় আছি। অনেক ষড়যন্ত্র হচ্ছে। ভারতে বসে আছেন শেখ হাসিনা, সেখান থেকে ষড়যন্ত্র করে যাচ্ছেন। আমাদের সতর্ক থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে।
নেতাকর্মীর উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ঐক্য, ঐক্য, ঐক্য এবং ধৈর্যশীল অবস্থা, সহনশীল অবস্থা, শৃঙ্খলার মধ্যে আমাদের চলতে হবে। এই কথা বলছি এ জন্য, বিএনপিপ্রধানের জন্মদিনের অনুষ্ঠানে ক’জন এসেছেন? গত বৃহস্পতিবার সমাবেশ ছিল, ক’জন এসেছিলেন? সেভাবে আসেন নাই, অনেক কম, আজকেও কম। কী জন্য? জয় হয়ে গেছে? না, এই সংগ্রামকে চালিয়ে যেতে হবে। তা না হলে আমরা কিন্তু অনেক বিপদে পড়ে যাব।
তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার একটা নির্বাচন করে দিয়ে যাবে। জঞ্জাল জমা হয়েছে, সেগুলো তো পরিষ্কার করতে হবে। এজন্য তাদের কিছু সময় তো দিতে হবে। প্রেম-ভালোবাসা দিয়ে সবাইকে কাজ করতে হবে। কোনো প্রতিহিংসা নয়, কোনো প্রতিশোধ নয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং দোয়া পরিচালনা করেন মাওলানা শাহ মোহাম্মদ নেসারুল হক। ঢাকা ছাড়াও সারাদেশে গতকাল মহানগর, জেলা ও উপজেলায় এই দোয়া মাহফিল হয়।
এদিকে বিকেলে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সঙ্গে মতবিনিময় সভা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর মধ্যে ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্তের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এবং কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বিজন কান্তি সরকারের নেতৃত্বে প্রতিনিধি দল সভায় অংশ নেয়।