আবারও চালু হচ্ছে কার্ডিফ শাহ্জালাল বাংলা স্কুল
প্রকাশিত হয়েছে : ০৩ সেপ্টেম্বর ২০২৪
দীর্ঘদিন বন্ধ থাকার পর নব উদ্যোমে পুনরায় চালু হচ্ছে কার্ডিফ শাহ্জালাল বাংলা স্কুল। আগামী ৭ সেপ্টেম্বর শনিবার থেকে স্কুলটি চালু হচ্ছে। এখন থেকে প্রতি শনিবার ও রোববার দুপুর ১১ টা থেকে ১টা পর্যন্ত স্কুলটি খোলা থাকবে।
সংশ্লিষ্টরা জানান, বৃটেনে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাংলাভাষা, বাঙালি সংস্কৃতি, ঐতিহ্য, সাফল্য ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার মানসে স্কুলটি পুনরায় খোলা হচ্ছে।
এ উপলক্ষে গত ১ সেপ্টেম্বর রোববার দুপুর ১২টায় এক সভার আয়োজন করা হয়। বিপুল উৎসাহ-উদ্দীপনায় উল্লেখযোগ্য সংখ্যক প্যারেন্টস সভায় অংশ নেন। এতে শাহ্জালাল বাংলা স্কুল কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শাহ্ আলী আকবরের সভাপতিত্বে ও ট্রেজারার এস এ খাঁন লেনিনের পরিচালনায় সভায় বিভিন্ন মতামত ও নানা পরামর্শ প্রদান করে বক্তব্য রাখেন স্কুল কমিটির জেনারেল সেক্রেটারি মোহাম্মদ মকিস মনসুর, এস এ রহমান মধু, আনা মিয়া, আক্তারুজ্জামান কোরেশী নিপু, তৈমুছ আলী, আব্দুল মুমিন, দেওয়ান টুটুল চৌধুরী, খায়রুল ইসলাম, সুমন চৌধুরী, হাফিজ মিফতাউর রহমান কামিল, আতিকুল ইসলাম ও আসরাফ সিদ্দিকীসহ বাংলা স্কুল কমিটির অন্যান্য নেতৃবৃন্দ। সভা শেসে দোয়া পরিচালনা করেন শাহ্জালাল মসজিদের ঈমাম ও খতীব মাওলানা কাজি ফয়জুর রহমান।
শাহ্জালাল বাংলা স্কুল কমিটির চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ গোলাম মোস্তফা ও জেনারেল সেক্রেটারি মোহাম্মদ মকিস মনসুর জানান, বৃটেনে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে দেশের সাথে, নাড়ির বন্ধনে আবদ্ধ করতে ও বাংলা ভাষা সম্বন্ধে সম্ম্যক ধারণা এবং বাংলা শেখানোর লক্ষ্যে আগামী ৭ সেপ্টেম্বর শনিবার থেকে বাংলা স্কুল পুনরায় চালু হচ্ছে। তারা অতীতের ধারাবাহিকতা বজায় রেখে আগামী দিনেও স্কুল পরিচালনায় কমিউনিটির সবার সার্বিক সহযোগিতা চেয়েছেন।