সাবেক অর্থ মন্ত্রী মরহুম এম সাইফুর রহমানের ১৫তম মৃত্যু বার্ষিকী পালিত
প্রকাশিত হয়েছে : ১২ সেপ্টেম্বর ২০২৪
মৌলভীবাজার জাতীয়তাবাদী যুব ফোরাম যুক্তরাজ্যের উদ্যোগে গণ-প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী, বিশ্ব ব্যাংক ও আইএমএফ এর বোর্ডস অব গভর্নরস এর সাবেক চেয়ারম্যান মরহুম এম সাইফুর রহমানের ১৫তম মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে।
এ উপলক্ষে গত ৯ সেপ্টেম্বর সোমবার বাদ আসর ব্রিকলেইনে মসজিদে এক মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মাহিদুর রহমান, যুক্তরাজ্য বিএনপির প্রধান উপদেষ্টা সাইস্তা চৌধুরী কুদ্দুস, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির অন্যতম সদস্য কাউন্সিলর অহিদ আহমেদ, যুক্তরাজ্য যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সোয়ালেহীন করিম চৌধুরী, মৌলভীবাজার জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাজ্যের সভাপতি রাজুল জামান, সেক্রেটারি ইলিয়াছ কাঞ্চন সাগর, সাংগঠনিক সম্পাদক মিলাদ হোসেন রুবেল প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি