টমি রবিনসনের ইসলাম-বিদ্বেষী মার্চ প্রতিরোধে পিকাডিলিতে শনিবার প্রতিবাদ সমাবেশ
প্রকাশিত হয়েছে : ২৫ অক্টোবর ২০২৪
লন্ডন, ২৫ জুলাই ২০২৪: উগ্র ডানপন্থী ব্রিটিশ রাজনীতিক টমি রবিনসনের ইসলাম-বিদ্বেষী মার্চ প্রতিরোধে ২৬ অক্টোবর শনিবার সকাল সাড়ে ১১টায় পিকাডিলিতে আয়োজিত প্রতিবাদ সমাবেশে সকলকে অংশগ্রহণের আহবান জানানো হয়েছে।
২৫ অক্টোবর শুক্রবার বিকেলে লন্ডন মুসলিম সেন্টারের বিজনেস উইংয়ে স্ট্যান্ড আপ-টু-রেইসিজম ইউকে নামক সংগঠনের উদ্যোগে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই আহবান জানানো হয়।
মুসলিম কমিউনিটি অ্যাসেসিয়েশনের (এমসিএ) নির্বাহী পরিচালক দেলওয়ার খানের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন স্ট্যান্ড আপ টু রেইসিজম ইউকের জয়েন্ট সেক্রেটারি ওয়েম্যান বেনেট, এমসিএ’র প্রেসিডেন্ট ব্যারিস্টার হামিদ হোসাইন আজাদ, গ্রেটার সিলেট কাউন্সিলের চেয়ারপার্সন ব্যারিস্টার আতাউর রহমান, মুসলিম ভয়েসেস-এর কো-অর্ডিনেটর মাহফুজ নাহিদ, টাওয়ার হ্যামলেটস স্ট্যান্ড আপ-টু রেইসিজমের কনভেনার শিলা ম্যাকগ্রেগার, এন্টি রেইসিস্ট ক্যাম্পেইনার ক্রিষ্টিন শওক্রফট ও মার্টিন হ্যাওয়ার্ড।
সংবাদ সম্মেলনে বলা হয়, টমি রবিনসন এবং তার সমর্থকরা ২৬ অক্টোবর শনিবার সেন্ট্রাল লন্ডনে বর্ণবাদী মার্চ করার ঘোষণা দিয়েছে । আমাদের সকলের দায়িত্ব তার এই ইসলাম-বিরোধী ততপরতা রুখে দাঁড়ানো । আমরা লন্ডনে শান্তিপুর্ণভাবে বসবাস করছি। কিন্তু টমি রবিনসন ও তার সমর্থকরা আমাদের মধ্যে বিভক্তি সৃষ্টি করে অশান্তি সৃষ্টি করতে চায়। সুতরাং কমিউনিটির মানুষের নিরাপত্তায় আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। শনিবার সকাল সাড়ে ১১টায় পিকাডিলিতে অনুষ্ঠিতব্য প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করে তাদেরকে জানান দিতে হবে, এই শহরে বর্ণবাদ ও ইসলাম বিদ্বেষের কোনো স্থান নেই। যারাই এখানে নৈরাজ্য সৃষ্টির পায়তারা করবে তাদেরকে কঠোর হস্তে দমন করা হবে।