খেলাফত মজলিসের লুটন শাখার কমিটি গঠন
প্রকাশিত হয়েছে : ০৭ নভেম্বর ২০২৪
যুক্তরাজ্যে বাংলাদেশ খেলাফত মজলিস লুটন শাখার নতুন গঠিত হয়েছে। এ উপলক্ষে গত ২৮ অক্টোবর মসজিদে বিলালে এক সভা অনুষ্ঠিত হয়। লুটন শাখার সাবেক সভাপতি হাফিজ ফিরদাউসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শায়খ মাওলানা ফয়েজ আহমদ।
বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যুক্তরাজ্য শাখার সহ সভাপতি আলহাজ্ব মাওলানা আতাউর রহমান ও যুক্তরাজ্য শাখার সাধারণ সম্পাদক মুফতী ছালেহ আহমদ। সভায় উপস্থিত সকলের পরামর্শের ভিত্তিতে আলহাজ্ব আব্দুল মতিন কে প্রধান উপদেষ্টা , হাফিজ ফিরদাউসুর রহমান কে সভাপতি ও হাফিজ মাওলানা তৈয়বুর রহমান কে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ খেলাফত মজলিস লুটন শাখার নতুন কমিটি গঠন করা হয়।নবগঠিত কমিটির অন্যান্য দায়িত্বশীলবৃন্দ হলেন সহ সভাপতি মাওলানা সাদিকুর রহমান, সহ সভাপতি আলহাজ্ব শাহিন আহমদ, সহ সভাপতি আলহাজ্ব রওশন আলী পাঠান, সহসাধারণ সম্পাদক হাফিজ সাফওয়ান আহমদ, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আবুল হাসান প্রমুখ।
সভায় বাংলাদেশ খেলাফত মজলিসের লক্ষ্য উদ্দেশ্য ও কর্মসূচির সাথে ঐক্যমত পূষন করে বেশ কয়জন দ্বীনি ভাই সংগঠনে যোগদান করেন। সভায় সাংগঠনিক কার্যক্রম কে আরো জোরদার ও গতিশীল করার লক্ষ্যে বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়। পরিশেষে দেশ জাতির কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন শায়খ মাওলানা ফয়েজ আহমদ। সংবাদ বিজ্ঞপ্তি