হেফাজতে ইসলামের গ্রীস শাখার আহবায়ক কমিটি গঠন
প্রকাশিত হয়েছে : ২৩ নভেম্বর ২০২৪
হেফাজতে ইসলামের গ্রীস শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। গত ১৮ নভেম্বর মঙ্গলবার এই কমিটি গঠন করা হয়েছে।
এতে সর্বসম্মতিক্রমে বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা ফজলুর রহমান কাসেমিকে আহবায়ক ও ড: মাওলানা ছফিউল্লাহ ইরানীকে যুগ্ম আহবায়ক ও মাওলানা ফখরুদ্দিন আল মোবারক ও হাফিজ মাওলানা কাউসার হামিদকে সহ যুগ্ম আহবায়ক করে ১৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।
এ উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক সম্পাদক অধ্যাপক মাওলানা আবদুল কাদির সালেহ ও বিশেষ অতিথি হেফাজতে ইসলাম যুক্তরাজ্য শাখার সদস্য মাওলানা আনিসুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবদুল কাদির সালেহ বলেন, ইসলামের সুরক্ষা ও মুসলিম উম্মাহর ঐক্য প্রতিষ্ঠায় উলামায়ে কেরামের দায়িত্ব অপরিসীম। তিনি বলেন, এই দায়িত্ব পালনে ২০১৩ সালে শাপলার শহীদদের রক্তদান উলামায়ে কেরামকে ঋণগ্রস্ত করে গেছে।তিনি শাপলা চত্তর ও মূর্তিবিরোধী আন্দোলনে গণহত্যার তদন্তে কমিশন গঠন ও বিচারের কার্যকর ব্যবস্থা গ্রহনের জন্য সরকারের প্রতি জোর দাবী জানান।
বিশেষ অতিথি মাওলানা আনিসুর রহমান বলেন, বাতিল শক্তি এখনও ইসলামী আকিদা বিশ্বাস ও ভিত্তিমূলকে বাংলার জমিনে অপ্রাসঙ্গিক করে তুলতে সক্রিয় রয়েছে। সকল ইসলামী দল ও উলামায়ে কেরামকে ঐক্যবদ্ধ হয়ে হেফাজতের আন্দোলনকে এগিয়ে নিয়ে যতে হবে।
প্রধান অতিথি নব গঠিত কমিটিকে অনধিক তিন মাসের মধ্যে গ্রীসের সর্বস্তরের উলামায়ে উলামায়ে কেরামের সমন্বয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠনের ব্যবস্থা গ্রহনের জন্য দায়িত্ব প্রদান করেন। সংবাদ বিজ্ঞপ্তি