ফের গাড়িতে ট্রাকের ধাক্কা, জানালেন হাসনাত
প্রকাশিত হয়েছে : ২৮ নভেম্বর ২০২৪
দেশ ডেস্ক:: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহকে বহনকারী গাড়িতে ফের ধাক্কা দেওয়ার ঘটনা ঘটেছে। তবে তিনি অক্ষত রয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুর ১২টা ২৭ মিনিটে সমন্বয়কদের হোয়াটসঅ্যাপ গ্রুপে হাসনাত নিজে এ তথ্য জানান। একাধিক সমন্বয়ক সমকালকে বিষয়টি নিশ্চিত করেছেন।
হাসনাত আব্দুল্লাহ গ্রুপে জানান, ‘আমার গাড়িতে আমার মারা (ধাক্কা) হইছে। ঢাকা ফেরার পথে যাত্রাবাড়িতে।’ এই বার্তার সঙ্গে তিনি দুটি ছবি যুক্ত করেন। এতে দেখা যায়, একটি সাদা রঙের পিকআপ হাসনাতকে বহনকারী প্রাইভেটকারে পেছনে লেগে রয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ ফেসবুকে জানান, ‘হাসনাত আব্দুল্লাহকে আরেকবার যাত্রাবাড়ীতে গাড়িচাপা দিয়ে হত্যাচেষ্টা।’
সমন্বয়ক নুসরাত তাবাসসুম লিখেছেন, ‘যাত্রাবাড়ীতে হাসনাতের গাড়িকে আবারও পেছন থেকে ধাক্কা। জিনিসটা সিরিয়াস পর্যায়ে চলে যাচ্ছে। সরকারের কাছে প্রটেকশন চাই।’
এর আগে গতকাল বুধবার চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের জানাজা শেষে ফেরার পথে হাসনাত আব্দুল্লাহ এবং সারজিস আলমের গাড়ি বহরে ট্রাকের ধাক্কা দেওয়ার ঘটনা ঘটে।