লন্ডনে ‘ফাইট ফর জাস্টিস ইন বাংলাদেশ’র প্রতিবাদ সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২২ জানুয়ারি ২০২৫
যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন ‘ফাইট ফর জাস্টিস ইন বাংলাদেশ’-এর উদ্যোগে লন্ডনে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ১৩ জানুয়ারি সোমবার রাতে সংগঠনের সভাপতি মুস্তাফিজুর রহমান সোহাগের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আল জাবের আহমদ রুম্মানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বাংলাদেশে ইউনুস সরকার ও সমন্বয়কদের দুর্নীতির প্রতিবাদ জানানো হয়।
সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মানবাধিকার কর্মী আলী আহমেদ, মোহাম্মদ কামরুল ইসলাম, বদরুদ্দোজা আকাশ, সোহাদা বেগম, একরামুল ইসলাম ফাহিম, আলমগীর হোসাইন, ফাহাদ আহমদ ও হাবিবুর রহমান হাবিব প্রমুখ।
প্রতিবাদ সভায় নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ এখন একটি চরম ক্রান্তিকাল অতিক্রম করছে। ক্ষমতাসীন ইউনুস সরকারের জুলুম নির্যাতন ও সমন্বয়কদের দুর্নীতি দিন দিন বেড়েই চলেছে। ভয়ে কেউ প্রতিবাদ করতে পারছেনা। দেশব্যাপী আওয়ামী লীগনেতাকর্মীদের হত্যা, হামলা-মামলা ও নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তি