ইস্ট লন্ডন মসজিদে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী : কমিউনিটিকে মুসলিম পরিচয় সংরক্ষণের আহবান
প্রকাশিত হয়েছে : ২৯ জানুয়ারি ২০২৫
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ইস্ট লন্ডন মসজিদ এন্ড লন্ডন মুসিলম সেন্টার পরিদর্শন করেছেন । তিনি গত ১৭ জানুয়ারি শুক্রবার বিশেষ আমন্ত্রণে মসজিদে আসেন । এসময় তিনি মসজিদে জুমার জামাতে অংশগ্রহণ করেন । নামাজ শেষে মুসল্লিদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। পরে তিনি মসজিদের ব্যবস্থাপনা কমিটির সাথে আয়োজিত বৈঠকে মতবিনিময় করেন । তাঁর এই সফরটি যুক্তরাজ্য এবং মালয়েশিয়ার মধ্যে সম্পর্ক আরও জোরদার করবে বলে আশা করা হচ্ছে ।
জুমার নামাজ শেষে আনোয়ার ইব্রাহিম মুসল্লিদের উদ্দেশ্যে বলেন, শান্তি প্রতিষ্ঠা ও ন্যায়বিচারের জন্য কাজ করতে আমাদের একটি সম্প্রদায় এবং উম্মাহ হিসেবে আরও ঘনিষ্ঠ হতে হবে। তিনি যুক্তরাজ্যের মুসলমানদের জন্য শিক্ষা এবং শান্তির গুরুত্বের ওপর জোর দেন । একই সাথে কমিউনিটিকে তাদের মুসলিম পরিচয় সংরক্ষণের জন্য উৎসাহিত করেন।
প্রধানমন্ত্রী মসজিদটিকে ইংরেজি অনুবাদ সহ কুরআনের একটি কপি উপহার দেন । বিশেষ উপহারটি মসজিদের চেয়ারম্যান ডঃ আব্দুল হাই মুরশেদ এবং প্রধান ইমাম শায়খ আব্দুল কাইয়ুম গ্রহণ করেন ।
ইস্ট লন্ডন মসজিদের সিইও জুনাইদ আহমেদ এক প্রতিক্রিয়ায় বলেন, “আজ আমাদের মসজিদে আনোয়ার ইব্রাহিমকে অতিথি হিসেবে পেয়ে আমরা গভীরভাবে সম্মানিতবোধ করছি । তাঁর উপস্থিতি আমাদের মধ্যে ঐক্যের নিদর্শন । উপহার হিসেবে প্রাপ্ত কুরআন আমাদের সংগ্রহে একটি মূল্যবান সংযোজন। আমরা প্রধানমন্ত্রীর প্রচেষ্টার অব্যাহত সাফল্যের জন্য প্রার্থনা করি এবং মালয়েশিয়ায় আমাদের ভাইবোনদের সাথে আরও শক্তিশালী সংযোগ গড়ে তোলার জন্য উন্মুখ।”