বিয়ে করলেন সারজিস আলম
প্রকাশিত হয়েছে : ৩১ জানুয়ারি ২০২৫
দেশ ডেস্ক:: জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা সারজিস আলম বিয়ে করেছেন।
শুক্রবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।
নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়ে নিজের ভেরিফায়েড আইডিতে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘নবজীবনে পদার্পণে অভিনন্দন সারজিস ভাই। বিবাহিত জীবন সুখের হোক।’
নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন হাসনাত আব্দুল্লাহও। নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে তিনি লিখেছেন, ‘অভিনন্দন, বন্ধু, সারজিস! তোমাদের দুজনের জন্য ভালোবাসা ও সুন্দর মুহূর্তে ভরা একটি জীবন কামনা করি।’