ছিন্নমূলদের নিয়ে সুরভির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
প্রকাশিত হয়েছে : ০৩ ফেব্রুয়ারি ২০২৫
ছিন্নমূল শিশু-কিশোরদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার প্রতিষ্ঠান সুরভি ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে। শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে ধানমন্ডিতে সংস্থাটির কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা চেয়ারপারসন সৈয়দা ইকবাল মান্দ বানু।
এছাড়া সুরভির অনেক শুভানুধ্যায়ী, অতিথিবৃন্দও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সুরভি স্কুলের বর্তমান ও প্রাক্তন ছাত্ররাও এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সৈয়দা ইকবালমান্দ বানু সাবেক ও বর্তমান ছাত্রছাত্রীদেরকে কঠোর অধ্যবসায়ের মাধ্যমে নিজেদেরকে অজ্ঞতার অন্ধকার থেকে বের হয়ে শিক্ষার উজ্জ্বল পথে চলার উপদেশ দেন।
রাজধানীতে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বক্তব্য রাখেন সুরভির নির্বাহী পরিচালক মো. আবু তাহের। কোরআন তেলাওয়াত, তর্জমা, কবিতা আবৃতি, গান, নাচসহ অনুষ্ঠানের প্রতিটি পর্বে ছিন্নমুল শিশুদের প্রাণবন্ত অংশগ্রহণ সবাইকে অভিভূত করে। প্রাক্তন ছাত্ররা সুরভি স্কুলে তাদের বিগত দিনের মধুর সময়ের স্মৃতিচারণ করেন। এছাড়াও অতিথিরা বক্তব্য প্রদান করেন।
সুরভির প্রতিষ্ঠাতা চেয়ারপারসন সৈয়দা ইকবাল মন্দ বানু অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য শিক্ষার্থী, অভিভাবক, অতিথি এবং সুরভির কর্মীদের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।
অনুষ্ঠান শেষে র্যাফেল ড্র ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
উল্লেখ্য, সুরভি একটি শিশুকল্যাণমূলক সংস্থা যা সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার প্রতিষ্ঠার জন্য নিবেদিত। ১৯৭৯ সালে সাবেক নৌবাহিনীর প্রধান ও সাবেক কৃষিমন্ত্রী মাহাবুব আলী খানের সহধর্মিণী সৈয়দা ইকবালমান্দ বানু সুরভি প্রতিষ্ঠা করেন। সমাজের অবহেলিত শিশুদের শিক্ষার আলোয় আলোকিত করার মহান ব্রত নিয়ে শুরু করা সুরভি ৪৬ বছরে পার করেছে। সৈয়দা ইকবালমান্দ বানু একাধারে একজন লেখক, কবি, গীতিকার, অঙ্কনশিল্পী ও পিয়ানোবাদক। সংবাদ বিজ্ঞপ্তি