টাওয়ার হ্যামলেটস মেয়র বরাবরে পিটিশন ক্যাম্পেইন : কেইলি প্রাইমারি স্কুলের ডেপুটি হেডটিচারকে অন্যায়ভাবে চাকরিচ্যূত করার অভিযোগ
প্রকাশিত হয়েছে : ০৪ ফেব্রুয়ারি ২০২৫
লন্ডন, ৩ ফেব্রুয়ারি ২০২৫: পূর্ব লন্ডনের স্টেপনী গ্রীন এলাকায় অবস্থিত কেইলি প্রাইমারি স্কুলের ডেপুটি হেডটিচার মার্ক অ্যাক্সওয়ার্থিকে অন্যায়ভাবে চাকরিচ্যূত করার অভিযোগ ওঠেছে । কমিউনিটি এক্টিভিষ্ট হালিমা ইসলাম টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র লুৎফুর রহমান বরাবরে একটি অনলাইন পিটিশন চালু করে এতে স্থানীয় বাসিন্দাদের স্বাক্ষর করার আহবান জানিয়েছেন ।
১৫শ মানুষের স্বাক্ষর সংগ্রহের লক্ষ্য নিয়ে ২২ জানুয়ারি চালু করা এই পিটিশনে ৩ ফেব্রুয়ারি মঙ্গলবার পর্যন্ত এক হাজারের বেশি মানুষ স্বাক্ষর করেছেন। তিনি ডেপুটি হেড টিচারের চাকরিচ্যুতির কারণ তদন্ত করতে নির্বাহী মেয়রের প্রতি জোর দাবী জানিয়েছেন ।
পিটিশনের বক্তব্য হুবহু তুলে ধরা হলো: “আজ আমি আপনাদেরকে একটি গুরুতর অন্যায় সম্পর্কে অবহিত করার জন্য লিখছি, যা আমাদের কমিউনিটির প্রাণকেন্দ্র টাওয়ার হ্যামলেটসের স্টেপনি গ্রীন এলাকায় ঘটেছে।
কেইলি প্রাইমারি স্কুলের ডেপুটি হেডটিচার, যিনি তাঁর জীবনের দুই দশকেরও বেশি সময় ধরে নতুন প্রজন্মের জীবন গড়ার কাজে নিবেদিত ছিলেন, তাকে অন্যায়ভাবে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে আমরা মনে করি । তিনি আমাদের কমিউনিটির একটি স্তম্ভ, একজন সম্মানিত ব্যক্তি, যিনি এই স্কুলের শিক্ষার্থী, অভিভাবক এবং কর্মচারীদের জীবনে ইতিবাচক প্রভাব ফেলেছেন।
মূলত: গত বছরের অক্টোবর থেকে স্কুলে তাঁর অনুপস্থিতি লক্ষ্য করা যায় । স্কুলটিতে একজন নতুন প্রধান শিক্ষক নিয়োগ পাওয়ার মাত্র ৫ সপ্তাহ পর তিনি চাকরিচ্যূৎ হোন । স্কুলের শিক্ষক বা অভিভাবকরা এ ব্যাপারে কিছুই জানেন না। ডেপুটি হেডটিচারের অনুপস্থিতির পর থেকে স্কুলটিতে নানা বিশৃঙ্খলা দেখা দিয়েছে।
আমাদের দাবী হচ্ছে- স্কুলের প্রধান শিক্ষক, গভর্নিং বডি এবং স্থানীয় কর্তৃপক্ষ সবাইকে জবাবদিহির আওতায় আনতে হবে । এ ব্যাপারে একটি ব্যাখ্যা প্রদান করতে হবে । এ ব্যাপারে যদি গোপন রাখার মতো কিছু না ঘটে থাকে, তাহলে কমিউনিটিকে কেন অন্ধকারে রাখা হয়েছে।