হাইয়েস্ট রিপোর্টিং অ্যান্ড প্রেজেন্স অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক খালেদ মাসুদ রনি
প্রকাশিত হয়েছে : ০৬ ফেব্রুয়ারি ২০২৫
হাইয়েস্ট রিপোর্টিং অ্যান্ড প্রেজেন্স অ্যাওয়ার্ড পেয়েছেন নিউজ২৪ টেলিভিশনের যুক্তরাজ?্য প্রতিনিধি ও ইক্বরা বাংলা টেলিভিশন ইউকের চীফ রিপোর্টার খালেদ মাসুদ রনি। সর্বোচ্চ সংবাদ প্রকাশ ও সংবাদ সম্মেলনে উপস্থিতির জন্য বিলেতের বাংলা মিডিয়ার প্রতিনিধিত্বশীল সংগঠন লন্ডন-বাংলা প্রেসক্লাবের বার্ষিক সভায় তাকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
প্রায় দেড় শতাধিক সাংবাদিকদের উপস্থিতিতে গত সোমবার সন্ধ্যায় যুক্তরাজ্যের লন্ডন এন্টারপ্রাইজ হলরুমে প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটিতে সক্রিয় ভূমিকা রাখায় রুপি আমিন ও ফয়ছল মাহমুদকে যৌথভাবে সম্মাননা প্রদান করা হয়।
অ্যাওয়ার্ড পেয়ে খালেদ মাসুদ রনি বলেন, আমার সাংবাদিকতা জীবনে অনেক পুরস্কার ও সম্মাননা পেয়েছি। তবে এটা ব্যতিক্রম অনুভূতি, কারণ এই ক্লাবের ২৮৮ জন সদস্যের মধ্যে আমিও একজন সদস?্য। আমাকে সম্মাননার জন?্য মনোনিত করায় প্রেসক্লাবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সকল সম্মাননা মানুষের কাজের অনুপ্রেরণা যোগায়। আমি সবার কাছে দোয়া চাই পরবর্তী জীবনের জন্য, পেশাগত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কর্মক্ষেত্রে আরো এগিয়ে যেতে পারি। সততার সঙ্গে দায়িত্ব পালন করবো-এটাই শেষ মুহূর্তের প্রতিজ্ঞা।
প্রসঙ্গত, সাংবাদিক খালেদ মাসুদ রনি ২০০৬ থেকে ২০২৩ সাল পর্যন্ত দৈনিক মানবজমিন পত্রিকায় বাংলাদেশ এবং লন্ডনে কাজ করেছেন। মানবজমিনের এর আগে বাংলাবাজার ও যুগভেরীর পত্রিকায় তিনি কাজ করেন। এছাড়াও তিনি বিশ্বানাথ প্রেস ক্লাবের সভাপতি ও সম্পাদকের দায়িত্ব পালন করেন। এছাড়া ২০২১ থেকে ২০২৩ পর্যন্ত এটিএন বাংলা ইউকেতে কাজ করেন এবং ২০১৬ সাল থেকে বাংলাপেইজ নামে একটি অনলাইন পত্রিকা পরিচালনা করে যাচ্ছেন। তাঁর দেশের বাড়ি সিলেটের বিশ্বনাথে। সংবাদ বিজ্ঞপ্তি