যুক্তরাজ্য প্রবাসীর পক্ষ থেকে মাদ্রাসায় ৫০টি তুব প্রদান
প্রকাশিত হয়েছে : ০৬ ফেব্রুয়ারি ২০২৫
দক্ষিণ সুরমার আল আক্বসা হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানা মাদ্রাসায় যুক্তরাজ্য প্রবাসী আব্দুল মুনিম জাহেদী ক্যারলের পক্ষ থেকে ৫০টা তুব প্রদান করা হয়েছে। এছাড়াও তিনি ৫০জন শিক্ষার্থীর আগামী রমজান মাসের খাওয়ার দায়িত্ব গ্রহণ করেন।
শিক্ষার্থীদের তুব প্রদানকালে উপস্থিত ছিলেন আল আক্বসা হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানার অন্যতম প্রতিষ্ঠাতা জুবায়ের আহমদ।
এসময় আব্দুল মুনিম জাহেদী ক্যারল শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, দ্বীনি শিক্ষা অর্জন করে দেশ জাতির জন্য কাজ করতে হবে। তোমরা পবিত্র কোরআনের হাফিজ হয়ে মহান আল্লাহ তালার এই পবিত্র গ্রন্থের হেফাজতে সর্বদা সচেষ্ট থাকবে। তোমাদের যত প্রয়োজন, আমরা তোমাদের পাশে আছি। তোমরা দ্বীনের দায?ি হিসেবে কাজ করবে এই প্রত্যাশা করছি। সংবাদ বিজ্ঞপ্তি