খেলাফত মজলিস ওল্ডহ্যাম ও রচডেল শাখার নির্বাহী সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ০৬ ফেব্রুয়ারি ২০২৫
বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার ওল্ডহ্যাম ও রচডেল শাখার যৌথ নির্বাহী সভা গত ২৮ জানুয়ারি ওল্ডহ্যাম মাদানী একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে।
ওল্ডহ্যাম শাখা সভাপতি মুহাদ্দিস মাওলানা কমর উদ্দীনের সভাপতিত্বে ও ওল্ডহ্যাম শাখার সেক্রেটারি সম্পাদক হাফিজ শাহ নজির আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য নর্থ ইংল্যান্ডের বিশিষ্ট আলেম মুফতী শামীম মুহাম্মদ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাজ্য শাখার নির্বাহী পরিষদ সদস্য ও ওল্ডহ্যাম সাংগঠনিক সাম্পাদক মাওলানা বুরহান উদ্দীন বাহার।উপস্থিত ছিলেন রচডেল শাখা সভাপতি মাওলানা হাবিবুর রহমান,সহ সভাপতি মাওলানা সেবুল আহমদ, শাখার সেক্রেটারি মাওলানা হুসাইন আহমদ,বায়তুল মাল সম্পাদক হাফিজ শামছুল ইসলাম। সভায় বাংলাদেশ খেলাফত মজলিসের নিয়মিত কার্যক্রমকে আরো গতিশীল করার জন্য বিশেষ পরিকল্পনা আলোচনা করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি