ইউনুস সরকারের পদত্যাগসহ বিভিন্ন দাবিতে যুক্তরাজ্য আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচি
প্রকাশিত হয়েছে : ০৬ ফেব্রুয়ারি ২০২৫
বাংলাদেশে ইউনুস সরকারের পদত্যাগ, সকল মিথ্যা মামলা প্রত্যাহার, হত্যা,সন্ত্রাস,অগ্নিসংযোগ ও লুটতরাজের বিরুদ্ধে সারা ব্রিটেন জুড়ে যুক্তরাজ্য আওয়ামী লীগ, সহযোগী সংগঠন ও শাখা সংগঠনের উদ্যোগে মাসব্যাপী কর্মসূচি সফল করার লক্ষ্যে কর্মী সমাবেশের আয়োজন করা হয়েছে।
এ উপলক্ষে ২ ফেব্রুয়ারি রোববার সন্ধ্যায় পূর্ব লন্ডনের হেসেল স্ট্রিটের কমিউনিটি সেন্টারে কর্মী সভায় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে নেতৃবৃন্দ বিভিন্ন দোকানে দোকানে গিয়ে লিফলেট বিতরণ করেছেন।
যুক্তরাজ্য আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব জালাল উদ্দিনের সভাপতিত্বে ও যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মী সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, সিলেট সিটি করপোরেশন এর সাবেক মেয়র আনোয়ার উজ্জামান চৌধুরী, সিলেট-৩ আসনের সাংসদ হাবিবুর রহমান হাবিব, যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ সভাপতি হরমুজ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক নঈম উদ্দিন রিয়াজ, যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ আহমেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, লন্ডন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুর রহমান মুজাহিদ, যুক্তরাজ্য আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মাসুক ইবনে আনিস, দপ্তর সম্পাদক শাহ্ শামীম আহমদ, মানবাধিকার বিষয়ক সম্পাদক সারব আলী, শিল্প ও বাণিজ্য সম্পাদক আ স ম মিসবাহ, যুব ও ক্রীড়া সম্পাদক তারিফ আহমেদ, ধর্ম বিষয়ক সম্পাদক সৈয়দ সুরুক আলী, যুক্তরাজ্য যুবলীগের সভাপতি ফখরুল ইসলাম মধু, সাধারণ সম্পাদক সেলিম আহমেদ খান, যুগ্ম সাধারণ সম্পাদক জামাল আহমেদ খান, তাঁতী লীগের আহ্বায়ক আব্দুস সালাম,ও যুক্তরাজ্য ছাত্রলীগের সভাপতি তামিম আহমেদ প্রমুখ। সভা শেষে ক্যানন স্ট্রিটে লিফলেট বিতরণের মাধ্যমে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়।
এদিকে ইউনুস সরকারের পদত্যাগ,সকল মিথ্যা মামলা প্রত্যাহার, হত্যা,সন্ত্রাস,অগ্নিসংযোগ ও লুটতরাজের বিরুদ্ধে ব্রিটেনের ওয়েলসের রাজধানী কার্ডিফ শহরে গত ৪ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুর ১টায় লিফলেট বিতরণ ও পরবর্তীতে সিটি রোডের রেস্টুরেন্টে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
যুক্তরাজ্য আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ওয়েলস আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ মকিস মনসুরের সভাপতিত্বে এবং ওয়েলস আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, এমএ মালিকের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ওয়েলস আওয়ামী লীগের সহ সভাপতি সাইফুল ইসলাম নজরুল, সহ সভাপতি এস এ রহমান মধু, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মর্তুজা, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব লিয়াকত আলী, সাংগঠনিক সম্পাদক মল্লিক মোসাদ্দেক আহমেদ, দপ্তর সম্পাদক শেখ মোহাম্মদ আনোয়ার, আইন বিষয়ক সম্পাদক হারুন তালুকদার, ওয়েলস যুবলীগের সাবেক সভাপতি জয়নাল আহমদ শিবুল, সাবেক ছাত্রনেতা আব্দুল ওয়াহিদ বাবুল, ওয়েলস বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আলহাজ্ব ছালিক মিয়া, সাধারণ সম্পাদক সৈয়দ ইকবাল আহমেদ, ওয়েলস যুবলীগের সভাপতি ভিপি সেলিম আহমদ, সাধারণ সম্পাদক মফিকুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি আবুল কালাম মুমিন, সহ সভাপতি রকিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক এ বি রুনেল, ওয়েলস ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ বদরুল হক মনসুর, ও সাধারণ সম্পাদক শাহ জাহান তালুকদার শাওন, সাবেক ছাত্রনেতা মোহাম্মদ ফয়ছল মনসুর, সাবেক ছাত্রনেতা রাসেল আহমদ, ও সাবেক যুবনেতা সাজেল আহমে প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি