মুসলিম কমিউনিটি অ্যাসোসিয়েশন ডকল্যান্ডস ইউনিটের উদ্যোগে সিরাহ প্রতিযোগিতা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১০ ফেব্রুয়ারি ২০২৫
গত ৩ ফেব্রুয়ারি সোমবার মুসলিম কমিউনিটি অ্যাসোসিয়েশন (এমসিএ) ডকল্যান্ডস ইউনিট পূর্ব লন্ডনের সামুদা হলে একটি অনন্য সিরাহ প্রতিযোগিতার আয়োজন করে । এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য ছিল নবীদের জীবনী থেকে শিক্ষা নেওয়া এবং তাদের ত্যাগ ও আদর্শের আলোকে নিজেদের জীবনকে গড়ে তোলা । অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন এমসিএ লন্ডন সাউথ ইস্ট রিজিওনের সভাপতি আজাদ মিয়া এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ডেপুটি মেয়র মাইয়ুম মিয়া তালুকদার।
ডকল্যান্ডস ইউনিটের ১৮ জন সদস্য নবীদের জীবনী নিয়ে ৬ মিনিটের বক্তব্য উপস্থাপন। তিনজন বিচারক ছয়টি মানদণ্ডের ভিত্তিতে তাদের বক্তৃতা মূল্যায়ন করেন । প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে থেকে তিনজনকে বিজয়ী ঘোষণা করা হয়। প্রথম পুরস্কার অর্জন করেন সঙ্গীতশিল্পী জনাব শরিফুল ইসলাম, দ্বিতীয় পুরস্কার পান জনাব ফয়সাল মিয়া এবং তৃতীয় পুরস্কার পান জনাব মোঃ আবদুল আহাদ।
অনুষ্ঠানে বক্তারা নবীদের জীবনী থেকে প্রাপ্ত শিক্ষা নিয়ে আলোচনা করেন । তাঁরা উল্লেখ করেন যে, প্রত্যেক নবীর জীবনই ত্যাগ ও কোরবানির চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার অনুপ্রেরণা দেয় । তাদের মূল বার্তা ছিল এক আল্লাহর দিকে মানুষকে আহ্বান করা, ন্যায়বিচার প্রতিষ্ঠা করা এবং মানবতার সেবায় আত্মনিয়োগ করা।
অনুষ্ঠানটি সফলভাবে পরিচালনা করেন এমসিএ ডকল্যান্ডস ইউনিটের ইনচার্জ জনাব ফারুক আলী এবং রিজিওনাল দাওয়া সেক্রেটারি জনাব মহিন উদ্দিন মজুমদার । তাদের সমন্বিত প্রচেষ্টায় এই আয়োজন সকল অংশগ্রহণকারীর জন্য একটি শিক্ষণীয় ও অনুপ্রেরণাদায়ক অভিজ্ঞতা হয়ে উঠে । সিরাহ প্রতিযোগিতা শুধু ইসলামী ইতিহাসের গুরুত্বই তুলে ধরে না, বরং ত্যাগ, ঐক্য ও মানবসেবার মূল্যবোধকেও জাগ্রত করে। সংবাদ বিজ্ঞপ্তি