ইতালির রোমে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা
প্রকাশিত হয়েছে : ১০ ফেব্রুয়ারি ২০২৫
মিনহাজ হোসেন, ইতালি: বৃহত্তর সিলেটের প্রবাসীদের ঐক্যবদ্ধ করার লক্ষ্যে এবং সিলেটবাসীর উন্নয়নে কাজ করার প্রত্যয়ে ইতালির রোমে জালালাবাদ অ্যাসোসিয়েশন ইতালির কার্যনির্বাহী কমিটি গঠনকল্পে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার স্থানীয় একটি রেস্টুরেন্টে জালালাবাদ অ্যাসোসিয়েশনের আহ্বায়ক এমডি মজির উদ্দিনের সভাপতিত্বে সদস্য সচিব মো. আলী হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেটের প্রবীণ কমিউনিটি নেতা মিনার আহমেদ, আসুক উদ্দিন, জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সভাপতি সাব্বির আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক জামিল উদ্দিনসহ সংগঠনের নেতৃবৃন্দরা।
আলোচনা সভায় জালালাবাদ অ্যাসোসিয়েশন ইতালির কমিটি গঠনসহ নানান আলোচনা করা হয়। অ্যাসোসিয়েশনের সংবিধান অনুযায়ী যে প্রক্রিয়া রয়েছে সেই দিক মোতাবেক কমিটি গঠনের কার্যক্রম চালানোর মতামত প্রকাশ করেন নেতৃবৃন্দরা।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন সাবেক কমিশনার অলিউল ইসলাম, সাবেক সহ সভাপতি মঈনুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ, শাহজালাল সমাজ কল্যাণ পরিষদ এর সভাপতি ইমরুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক রিপন আহমেদ, সিলেট বিভাগ কল্যাণ পরিষদ এর প্রধান উপদেষ্টা ছয়ফুল ইসলাম, রিপন আহমেদ, জাহেদ আহমেদ, রোজিয়ান আহমেদসহ অনেকেই।
পরিশেষে লন্ডন থেকে আগত জালালাবাদ কল্যাণ সংঘ ইতালির সাবেক সভাপতি আব্দুল করিম খায়ের অনুষ্ঠানে অংশগ্রহণ করায় অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেন অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দরা।