ব্রিটেনে বিএনপির ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ শুরু
প্রকাশিত হয়েছে : ১১ ফেব্রুয়ারি ২০২৫
রাস্ট্রকাঠামো মেরামতের বিএনপির ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ কার্যক্রম শুরু হয়েছে ব্রিটেনে। যুক্তরাজ্য বিএনপি নেতা নাসিম আহমেদ চৌধুরীর তত্বাবধানে গত ৭ ফেব্রুয়ারি শুক্রবার জুমার নামাজের পর মুষলধারে বৃষ্টি উপেক্ষা করে ইস্ট লন্ডন মসজিদের সামনে করে শত শত মুসল্লিদের মাঝে এই লিফলেট বিতরন করা হয়। এ সময় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
লিফলেট বিতরণকালে বিএনপি নেতা নাসিম আহমেদ চৌধুরী বলেন, বিএনপির ৩১ দফায় গনমানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হবে। দেশ থেকে বিলুপ্ত হবে ফ্যাসিবাদ। ৩১ দফা বাস্তবায়িত হলে, দেশে আওয়ামীলীগের কবর রচিত হবে। তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে এক নতুন বাংলাদেশের অপেক্ষায় পুরো জাতি। এছাড়াও ৩১ দফায় প্রবাসীদের অনেক দাবি দাওয়া পূরণের আশ্বাস আছে। আমরা আশাকরি প্রবাসীরাও এ থেকে উপকৃত হবেন।
লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন, যুবদলের সাবেক কেন্দ্রীয় নেতা আশিকুর রহমান আশিক, সেচ্ছাসেবক দল ইউকের সভাপতি নাসির আহমেদ শাহিন, ইউকে বিএনপির সহ সাধারণ সম্পাদক টিপু আহমেদ , প্রচার সম্পাদক ডালিয়া লাকুরিয়া, শাহরিয়ার জুনেদ রহমান, শেখ আলি আহমেদ, মনজুর আশরাফ খান, এনাম কুদ্দুস চৌধুরী, মকসুদ আহমেদ, নাছিম আহমেদ, ইকবাল হোসেন, লাহিন আলম, জাকের আহমেদ, মুনিম ইমান ও ইউসুফ তালুকদার প্রমুখ।
উল্লেখ্য, রাস্ট্রকাঠামো মেরামতের বিএনপির ৩১ দফা কর্মসূচির লিফলেট লন্ডন ছাড়াও ইউকের বিভিন্ন শহরে বিতরণ চলবে। দলটির সকল জোনাল কমিটির কাছে লিফলেট পৌঁছানো হচ্ছে। নেওয়া হচ্ছে ব্যাপক কর্মসূচি। প্রবাসীরাও সাড়া দিচ্ছেন। স্বপ্রণোদিত হয়ে দলের নেতা-কর্মীরা যাতে এই কার্যক্রম পরিচালনা করেন, সে জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন নাসিম আহমেদ চৌধুরী। সংবাদ বিজ্ঞপ্তি