ইস্ট লন্ডন মসজিদের চতুর্থ ‘কুরআন রিভিশন ডে’ ২০২৫ : মাত্র ৫ ঘণ্টায় রিভিশন সম্পন্ন করলেন হাফিজ তানভির
প্রকাশিত হয়েছে : ১২ ফেব্রুয়ারি ২০২৫
১২ ফেব্রুয়ারি, ২০২৫: ইস্ট লন্ডন মসজিদ আয়োজিত “চতুর্থ কুরআন রিভিশন ডে”-তে মাত্র ৫ ঘণ্টায় নির্ভুল উচ্চারণে পবিত্র কুরআনের রিভিশন সম্পন্ন করে রেকর্ড সৃষ্টি করেছন মাইল এন্ডের মাজাহিরুল উলুম মাদ্রাসার মেধাবী ছাত্র তানভিরুল ইসলাম । ১৫ বছরের তানভিরের পৈত্রিক নিবাস সিলেটের কাইনাইঘাট উপজেলায়। তিনি কমিউনিটির সুপরিচিত আলেম মাওলানা মুহিবুল ইসলামের ছেলে।
৮ ফেব্রুয়ারি শনিবার ব্রিটেনের বিভিন্ন শহর থেকে হাফিজগন ছুটে এসেছিলেন ইস্ট লন্ডন মসজিদে । সারাদিনই মসজিদজুড়ে শোনা যায় পবিত্র কুরআন তেলাওয়াতের সুমধুর ধ্বনি । ২০০ হাফিজ (ছাত্র-শিক্ষক) জমায়েত হয়েছিলেন মসজিদে । বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে ছাত্ররা সারাদিন কুরআন তেলাওয়াত করেন এবং শিক্ষকগন তাদের তেলাওয়াত শুনেন।
মেধাবী ছাত্র হাফিজ তানভিরুল ইসলাম সকাল ৬টা ২৭ মিনিটে তেলাওয়াত শুরু করে দুপুর ১২টা ৬মিনিটে সম্পন্ন করেন। এই সময়ের মধ্যে নাস্তা ও খাওয়া-দাওয়ার জন্য তিনি বিরতিও নেন। তাই তাঁর ধারাবাহিক তেলাওয়াতের সময় ছিলো ৫ ঘণ্টা।
মিডিয়ায় অনুভূতি ব্যক্ত করতে গিয়ে তিনি বলেন, আমি আমার শিক্ষকদের কাছে গভীরভাবে কৃতজ্ঞ । তাঁদের আন্তরিক প্রচেষ্টায় এই অর্জন সম্ভব হয়েছে । তিনি তার মা-বাবার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন। জানান, গতবার কুরআন রিভিশন সম্পন্ন করতে তার সময় লেগেছিলো ৬ ঘণ্টা। এবার একঘণ্টা কম লেগেছে।
চতুর্থবারের মতো আয়োজিত এই কর্মসূচিতে সারাদেশ থেকে ১২০ জন হাফিজ অংশগ্রহণ করেন । তাঁদের সাথে ছিলেন ৮০ জন শিক্ষক। লন্ডনের বাইরের সিটির হাফিজগন শুক্রবার রাতেই এসে পৌঁছেন ইস্ট লন্ডন মসজিদে । তারা মসজিদের গ্রাউন্ড ফ্লোরে রাত্রিযাপন করেন। লন্ডনে বসবাসরত হাফিজগণ ফজরের নামাজে অংশগ্রহণ করেন। এরপর একযোগে সকালের নাস্তা শেষ করে শিক্ষকদের কাছে কুরআন তেলাওয়াত শুনাতে শুরু করেন । এই তেলাওয়াত চলতে থাকে এশার নামাজের আজান পর্যন্ত।
রিভিশন চলাকালে কুরআনপ্রিয় মানুষ মসজিদে ছুটে আসেন এবং সারাদিনই মসজিদে অবস্থান করে কুরআন তেলাওয়াত শুনেন ও পর্যবেক্ষন করেন । ইস্ট লন্ডন মসজিদ একদিনের জন্য কুরআনে হাফিজদের মিলনক্ষেত্রে পরিনত হয়েছিলো।
এশার জামাত শেষে রাত ৮টার দিকে আয়োজন করা হয় সমাপনী অনুষ্ঠান । ইস্ট লন্ডন মসজিদের সিনিয়র ইমাম সৈয়দ আনিসুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন মসজিদের প্রধান ইমাম ও খতীব শায়খ আব্দুল কাইয়ুম, সিইও জুনায়েদ আহমদ ও শেখ মওদুদ হোসাইন । অতিথিবৃন্দ অংশগ্রহণকারি হাফিজদের হাতে সার্টিফিকেট ও গিফট বক্স তুলে দেন।
কুরআন রিভিশন প্রজেক্টের মুল উদ্যোক্তা ইস্ট লন্ডন মসজিদের সিনিয়র ইমাম সৈয়দ আনিসুল হক জানান, এই আয়োজন অন্যান্য মসজিদের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে। যুক্তরাজ্যের ২৫টি শহরে কুরআন রিভিশন ডে পালিত হচ্ছে । তাছাড়া জার্মান ও যুক্তরাষ্ট্রেও হচ্ছে । যারা হিফজ সম্পন্ন করেছেন তাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে কুরআন ভুলে না যাওয়া । কুরআন রিভিশন ডে শতশত হাফিজকে তাদের কুরআনকে অন্তরে লালন করতে সহযোগিতা করছে। তাছাড়া যারা রমজানে বিভিন্ন মসজিদে তারাবিহের নামাজ পড়াবেন তারাও উপকৃত হবেন।
উল্লেখ্য, ২০২২ সালের ১৩ ফেব্রুয়ারি ইস্ট লন্ডন মসজিদে প্রথমবারের মতো ‘কুরআন রিভিশন দিবস’ অনুষ্ঠিত হয় । ওই বছর ১২০ জন কুরআনে হাফিজ ও ৫০ জন শিক্ষক অংশগ্রহণ করেছিলেন। এরপর থেকে নিয়মিত হয়ে আসছে । সংবাদ বিজ্ঞপ্তি