ইতালিতে ইংলিশ মিডিয়াম মর্ডান ইন্টারন্যাশনাল স্কুলে অনুষ্ঠিত হলো একুশের বিশেষ অনুষ্ঠান
প্রকাশিত হয়েছে : ২৫ ফেব্রুয়ারি ২০২৫
মিনহাজ হোসেন, ইতালি:: মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা উপলক্ষে ইতালির রোমে অবস্থিত ইংলিশ মিডিয়াম মর্ডান ইন্টারন্যাশনাল স্কুল আয়োজনে অনুষ্ঠিত হয়েছে একুশের বিশেষ অনুষ্ঠান।
স্কুলে অধ্যায়নরত বাংলাদেশী ও বিদেশী শিক্ষার্থীরা বায়ান্নের ভাষা আন্দোলনের চিত্র তাদের বর্ণনা ও আবৃত্তির মধ্য দিয়ে ফুটিয়ে তোলে। ভাষা শহিদদের প্রতি জানায় সম্মান ও ভালোবাসা। অসংখ্য শিক্ষার্থী একুশের আয়োজনে অংশগ্রহণ করে।
ইংলিশ মিডিয়াম মর্ডান ইন্টারন্যাশনাল স্কুলের চেয়ারম্যান রহুল আমীন শিশুদের মাঝে ভাষা আন্দোলনের ইতিহাস ও মাতৃভাষার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, বাংলা ভাষার ব্যবহার ও মর্যাদা আমাদেরকেই করতে হবে।
স্কুলের কো-অর্ডিনেটর নিগার সুলতানার সঞ্চালনায়, শিশুদের আন্তজার্তিক মাতৃভাষা উপর শিক্ষনীয় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, মর্ডান ইন্টারন্যাশনাল স্কুলের একাডেমিক এক্সক্লুসিভ ডিরেক্টর সুজন খান, এডমিন এক্সক্লুসিভ ডিরেক্টর জাহেদুল আলম।
আয়োজনের শেষ পর্বে একুশ উপস্থানের উপর সেরা শিক্ষার্থীদের সনদ প্রদান করেন, মর্ডান ইন্টারন্যাশনাল স্কুলের চেয়ারম্যান সহ আয়োজন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ । তারা জানান, বাংলাদেশের ও আন্তর্জাতিক দিবস সম্পর্কে প্রবাসে বেড়ে উঠা শিশু তথা স্কুলের শিক্ষার্থীদের জানাতে, মর্ডান ইন্টারন্যাশনাল স্কুল বিশেষ আয়োজন করে থাকে। এতে করে শিশুরা পাচ্ছে শার্বিক ভাবে জ্ঞান অর্জনের সুযোগ ।