লক্ষনাবন্দ ইউনিয়ন ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভা : রমজানে ফুডপ্যাক বিতরণের প্রস্তুতি
প্রকাশিত হয়েছে : ২৭ ফেব্রুয়ারি ২০২৫
গোলাপগঞ্জের লক্ষনাবন্দ ইউনিয়ন ওয়েলফেয়ার এসোসিয়েশনের কার্যকরি কমিটির সভা গত ২৩ ফেব্রুয়ারি পূর্ব লন্ডনের নিউ রোডস্থ একটি রেস্টুরেন্ট অনুষ্ঠিত হয় । এতে কমিটির ১৭ জন সদস্য উপস্থিত ছিলেন । সংগঠনের সভাপতি আবুল কালামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল কাদির ও সহ-সম্পাদক নকুল চক্রবর্তীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ট্রেজারার শামীম উদ্দিন।
সভায় রমজানের মাঝামাঝি সময়ে লক্ষনাবন্দ ইউনিয়নে অভাবী মানুষের মধ্যে ফুডপ্যাক বিতরণের সিদ্ধান্ত গৃহিত হয় । এই ফুডপ্যাক কর্মসূচি সফল করতে সংগঠনের সদস্যদের কাছে আর্থিক সহযোগিতা কামনা করা হয়েছে।
এছাড়াও আগামী ২২ জুন সংগঠনের অ্যাসোসিয়েট সদস্যদের নিয়ে একটি সংবর্ধনা অনুষ্ঠান এবং ২১ সেপ্টেম্বর উপদেষ্টা কমিটির সদস্যদের সাথে একটি সভা আয়োজনের সিদ্ধান্ত গৃহিত হয়।
সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি মইনুল ইসলাম ও কাজী সুমন । আরো বক্তব্য রাখেন সর্বজনাব সাইফুল ইসলাম, আব্দুস সামাদ, আতাউর রহমান সেলিম, আব্দুল কালাম আজাদ, সেহেল আহমদ, মোশতাক আহমদ, তোফায়েল আহমদ, মনসুর আহমদ সুজা, সাজ্জাদ খান ও মহবুবুল হুদা খান। সভাপতির ধন্যবাদ জ্ঞাপন ও নৈশভোজের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে। সংবাদ বিজ্ঞপ্তি