বিশ্ব কবি মঞ্চের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
প্রকাশিত হয়েছে : ০৩ মার্চ ২০২৫
যুক্তরাজ্যে বিশ্ব কবি মঞ্চের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে গত ২৪ ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যায় পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কবি আবুল কালাম আজাদ ছোটন।
অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক হাফছা ইসলাম ও প্রচার সম্পাদক ফখরুল আম্বিয়া।
কবি আবুল কালাম আজাদ ছোটনের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে আলোচনা সভা, কবিতাপাঠ, ভাষার জন্য জীবন দান করা সালাম বরকত রফিক জব্বার শফিউর সহ নাম না জানা শহিদদের রুহের মাগফেরাত কামনা করা হয়। অনুষ্ঠানে বাংলা ভাষার মর্যাদা, ভাষা আন্দোলনের গুরুত্ব এবং কবিতার মাধ্যমে ভাষার প্রতি ভালোবাসা তুলে ধরা হয়।
অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক স্পিকার আহবাব হোসেন, সাবেক ডেপুটি মেয়র সাহেদ আলী, গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি মহিবুর রহমান মুহিব, সম্মিলিত ও সাংস্কৃতিক পরিষদের সভাপতি লেখক গবেষক ফারুক ও আহমেদ রুহুল আমিন। বক্তারা বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কেবল ভাষার অধিকার রক্ষার দিন নয়, এটি সংস্কৃতি ও পরিচয়ের প্রতীক।
অনুষ্ঠানে কবিতা পাঠ করেন স্নিগ্ধা কামাল, মো. ফয়জুল ইসলাম, বাদল রহমান, ধামানজয় পাল, শাহ সোহেল, একেএম আব্দুল্লাহ, মুজিবুল হক মনি, স্নিগ্ধা মিষ্টি, সালমা বেগম, ফাতেমা রেবেয়া আলম, আমিনা আক্তার সুরভি, নাজমা কুদ্দুস।
সংগীত পরিবেশন করেন কাজী কল্পনা, সায়েদা তামান্না, ইকবাল আহমদ, শুকুর আহমদ, মজিবুল হক মনি, সোহেল আহমদ। সংবাদ বিজ্ঞপ্তি