হোয়াইটচ্যাপেল ও শ্যাডওয়েল কমিউনিটি নেটওয়ার্কের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১১ মার্চ ২০২৫
হোয়াইটচ্যাপেল ও শ্যাডওয়েল কমিউনিটি নেটওয়ার্কের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১০ মার্চ সোমবার লন্ডন শহরের হোয়াইটচ্যাপেলের একটি রেস্তোরাঁয় আয়োজিত ইফতার মাহফিলে বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।
ইফতার মাহফিল পূর্ববর্তী আলোচনা সভার শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন শাহাজান মিয়া।
এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবুল কাশেম হেলাল। সাধারণ সম্পাদক শাহ চেরাগ আলী সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কমিউনিটি নেতা কে এম আবু তাহের চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাউন্সিলর ও সাবেক স্পিকার শাফি আহমেদ, কাউন্সিলর ও কেবিনেট মেম্বার কামরুল হোসাইন, টাওয়ার হ?্যামলেটসের কেয়ারার অর্গানাইজেশনের প্রেসিডেন্ট আবদুল মান্নান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিরাজুল ইসলাম শাহীন, মাওলানা জামাল, মোহাম্মদ জুবায়ের, মনির উদ্দিন, সাইফুর রহমান পারভেজ, গোলাম আব্বাস, জহির উদ্দিন, আফসার উদ্দিন, দ্বারা মিয়া প্রমুখ। আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি