‘মিট অ্যান্ড গ্রিট’ শীর্ষক অনুষ্ঠানে বক্তারা : আল্লাহর সন্তুষ্টির জন্য মহিলাদের আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান
প্রকাশিত হয়েছে : ১১ মার্চ ২০২৫
দাওয়াতুল ইসলাম ইউকে ও আয়ারল্যান্ডের লেডিস ইংলিশ সেকশনের উদ্যোগে পূর্ব লন্ডনের দারুল উম্মাহ কেয়ার হাউসে গত ২৩ ফেব্রুয়ারি ‘মিট অ্যান্ড গ্রিট’ শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে বিভিন্ন জাতিগত ও সাংস্কৃতিক পটভূমির শতাধিক মহিলা একত্রিত হন।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। উদ্বোধনী বক্তব্য রাখেন দাওয়াতুল ইসলাম মহিলাদের ইংরেজি বিভাগের ইনচার্জ সাজেদা আহমেদ। তিনি মহিলাদেরকে আল্লাহর সন্তুষ্টির জন্য আন্তরিকতার সাথে এবং দুনিয়া ও আখেরাতে সাফল্যের জন্য মহিলাদের একত্রে কাজ করার প্রয়োজনীয়তার উপর জোর দেন।
অনুষ্ঠানে ইউনিট ইনচার্জরা তাদের কাজের কথা তুলে ধরে বক্তব্য রাখেন। তাদের মধ্যে ছিলেন শাকেরা বেগম (ইস্ট হ্যাম ইউনিট), হুসনারা বেগম (গোরেসব্রুক ইউনিট), ডা. বদরুন নেসা, (হর্ন চার্চ ইউনিট) এবং ফাওজিয়া রাফা (শ্যাডওয়েল ইউনিট)।
অনুষ্ঠানে “টিম ওয়ার্ক” এবং ইতিবাচক প্রতিযোগিতা বৃদ্ধির জন্য একটি একটি কম্পিটিশন ছিল। দাওয়াতুল ইসলামের কেন্দ্রীয় প্রতিনিধিদের মধ্যে ছিলেন সহ-সভাপতি ব্যারিস্টার আহমেদ আব্দুল মালিক, সংগঠনের মহাসচিব জনাব খলিলুর রহমান এবং দারুল উম্মাহ মাসজিদের ইমাম আবুল হাসানাত চৌধুরী। তারা উভয়েই দাওয়াতুল ইসলামের কাজের সাথে পরিচয় করিয়ে দেন এবং অংশগ্রহণকারীদের সম্মিলিতভাবে কাজ করার জন্য উৎসাহিত করেন। দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি হয়। পরিশেষে, অংশগ্রহণকারীদের জন্য হরেক রকম খাবার পরিবেশন করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি