লন্ডনে প্রবাসী ময়নাবাজার ইসলামী সমাজ কল্যাণ পরিষদের আত্মপ্রকাশ
প্রকাশিত হয়েছে : ১২ মার্চ ২০২৫
প্রবাসী ময়নাবাজার ইসলামী সমাজকল্যাণ পরিষদের আত্মপ্রকাশ উপলক্ষে এক মতবিনিময় অনুষ্ঠান ও ইফতার মাহফিল পূর্ব লন্ডনের নিউরোডস্থ একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।
গত ১১ মার্চ মঙ্গলবার সংগঠনের সভাপতি হাজী সিরাজুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সংগঠক কাজী নজমুল আহমদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইস্ট লন্ডন মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আবুল হোসাইন খান। বিশেষ অতিথি ছিলেন কমিউনিটি ব্যক্তিত্ব আতিকুর রহমান জিলু এবং লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক দেশ সম্পাদক সাংবাদিক তাইসির মাহমুদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক এনাম চৌধুরী, সাংবাদিক খালেদ মাসুদ রনি ও ফয়সল মাহমুদ।
বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি ময়নুল ইসলাম চৌধুরী, সাবেক ছাত্রনেতা সাবফুল্লাহ মনসুর তফুর, সহ-সাধারণ সম্পাদক বেলাল আনছারী ও মুহাম্মাদ মানিক মিয়া, কোষাধ্যক্ষ মেহেদী আল শাহান ও সাংগঠনিক সম্পাদক ইকরামুল সাজু।
বেলাল আনসারির কুরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চ্যারেটি সংগঠন গরীব কল্যাণ ট্রাস্টের সাবেক সভাপতি কলিম উল্লাহ বকুল, সহসভাপতি সৈয়দ তফজ্জুল হোসেন, সংগঠনের উপদেষ্টা মুহাম্মদ মফুর চৌধুরী, মুহাম্মদ আজাদ মিয়া, নেপুর চৌধুরী, সামসুল ইসলাম তাপাদার, একলিম চৌধুরী, মুহাম্মদ ফয়সল চৌধুরী, মুহাম্মদ নুরুল হক, হেলাল আনসারি, জামাল আহমদ, সাইফুর রহমান চৌধুরী শাহেদ, এমরান আহমদ, কামরান রহমান, তাপাদার রায়হান আনসারি, মাহবুব আহমদ, বদরুল ইসলাম চৌধুরী, রফিকুল ইসলাম সুমন, নাঈম আহমদ, সিরাজুল ইসলাম, সাইদুল ইসলাম, পারভেজ আহমদ, ইমরান আহমদ, আরিফুল হক, কাজী তোহা, বাদশা মিয়া প্রমুখ। পরে বিশেষ মোনাজাত ও ইফতারের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
উল্লেখ্য, ময়নাবাজার হচ্ছে সিলটের ওসমানী নগর উপজেলার একটি সুপরিচিত এলাকা। এই এলাকার যুক্তরাজ্য প্রবাসীদের সম্পৃক্ত করে লন্ডনে এই সংগঠনের যাত্রা শুরু।
সংবাদ বিজ্ঞপ্তি