সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১৮ মার্চ ২০২৫
সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১৬ মার্চ রবিবার লন্ডনের ব্রিকলেনে একটি রেস্টুরেন্টে অত্যন্ত ভাবগাম্ভীর্য পরিবেশে ইফতার ও দোয়া মাহফিল হয়।
এতে সংগঠনের সভাপতি বিশিষ্ট শিল্পপতি মোহাম্মদ আবুল লেইছের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ ছানাওর আলী কয়েছের সঞ্চালনায় সভায় রমজানের তাৎপর্য নিয়ে আলোচনায় অতিথি হিসাবে অংশগ্রহণ করেন কে এম আবু তাহের চৌধুরী, কাউন্সিলর ভিপি ইকবাল হোসেন,কাউন্সিলর হুমায়ন কবির, কাউন্সিলর সৈয়দ শেয়খুল ইসলাম, কাউন্সিলর মোহাম্মদ ইসলাম, চীফ এডভাইজার আহবাব মিয়া,সিনিয়র সহ-সভাপতি কামরুজ্জামান চৌধুরী,কোষাধ্যক্ষ শায়েখ মিয়া,কাউন্সিলর মতিন উজ্জামান,বাংলাদেশ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বাচিত চৌধুরী,নির্বাহী সদস্য আলাউদ্দিন মুক্তা,প্রফেসর ওমর ফারুক,সলিসিটর কাজী গৌছ মিয়া,সাবেক ডেপুটি মেয়র মোহাম্মদ শহীদ আলী,উপদেষ্টা মোহাম্মদ সফিক আহমদ,সহ-সভাপতি মজির উদ্দীন, সহ-সভাপতি রেদোয়ান খান,সহসভাপতি আব্দুর রব,প্রফেসর আব্দুর রব,সহ-সভাপতি সাজ্জাদুর রহমান,সহ-সভাপতি শামীম আহমদ,নির্বাহী সদস্য ইকবাল হোসেন,সহ-সভাপতি আবুল মনসুর রুমেল,যুগ্ম সম্পাদক সবুজ মিয়া , যুগ্ম সম্পাদক নজীর উদ্দিন,জাকির হোসেন সেলিম,মকবুল আহমদ,সাংগঠনিক সম্পাদক আমীর হোসেন, যুগ্ম সম্পাদক সেলিম মিয়া,নির্বাহী সদস্য আবুল হোসেন প্রমুখ।
সভার পক্ষ থেকে সিলেট ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে রুপান্তরিত করে অন্যান্য বিদেশি সকল বিমানের ওঠা-নামার সুযোগ করে সিলেট বাসীর প্রতি বিমানের সকল প্রকার বৈষম্য দূরীকরণের জোর দাবি জানানো হয়। পরিশেষে সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলনা আবদুল ওয়াদুদ মুফতি বিশ্বের সকল মুসলিম উম্মার জন্য দোয়া পরিচালনা করেন এবং সভার সভাপতি আগত সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন। সংবাদ বিজ্ঞপ্তি