খিদমাহ একাডেমির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১৮ মার্চ ২০২৫
খিদমাহ একাডেমির লন্ডনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১৫ মার্চ শনিবার সার্ভিস দি কমিনিটি ইফতার মাহফিলে কমিউনিটির সর্বস্তরের মুসল্লীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
খিদমাহ একাডেমির স্বনামধন্য চেয়ারম্যান ও বিশিষ্ট কমিউনিটি লিডার শাহ মুনিমের সভাপতিত্বে ও সেক্রেটারি জাহাঙ্গীর আলম পাবেলের সঞ্চালনায় পবিত্র রমযানের তাৎপর্য নিয়ে আলোচনা করেন মাওলানা গোলাম কিবরিয়া, শায়খ মোজাহিদ আলী এবং শায়খ আব্দুস সামাদ আজাদ।
এসময় আরো উপস্থিত ছিলেন আলহাজ্ব চান মিয়া, আলহাজ আজিজুর রহমান, সাংবাদিক রহমত আলী, আশিকুর রহমান, প্রফেসর মিছবাহ কামাল,কাউন্সিলর এনামুল ইসলাম, সুফি সুহেল, আবুল মিয়া, খিদমাহ একাডেমির ম্যানাজমেন্টের ড. মুহাম্মদ আলী ফারমার, আলহাজ্ব কয়ছর আহমদ, নজমুল ইসলাম , দুদু মিয়া,আকবর আলী , রুকন চৌধুরী , রুমেল হুসেইন , শেখ হেলিম , মাওলানা আবুল কালাম, মামুন মিয়া প্রমুখ।
চেয়ারম্যান শাহ মুনিম খিদমাহ একাডেমির মেরামত কাজের আপডেট দিয়ে বলেন, আমরা মহামারির সময় খিদমাহ ক্রয় করেছি এবং তারপর থেকে আমরা প্রধান অভ্যন্তরীন সংস্কার কাজ তিন ধাপে সম্পন্ন করেছি। আল্লাহর সাহায্য ও মুসুল্লিদের দোয়া ও দানের মাধ্যমে আমরা আমাদের সমস্ত সংস্কার কাজ সফলভাবে সম্পন্ন করেছি। এখন পর্যন্ত, ক্রয় মূল্যসহ মোট ব্যয় হয়েছে প্রায় ১০ লক্ষ (১ মিলিয়ন) হয়েছে। আমরা কোনো তহবিল সংগ্রহের প্ল্যাটফর্ম বা টিভি চ্যানেলের দ্বারস্থ হইনি। বরং আমরা, ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ ও মুসুল্লিরা একসঙ্গে সুদমুক্ত ঋণের মাধ্যমে সমস্ত প্রয়োজনীয় তহবিল সংগ্রহ করেছি, যার মধ্যে এখনো ১৫৬,০০০ ঋণ বকেয়া রয়েছে। বকেয়া পরিশোধে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। সংবাদ বিজ্ঞপ্তি