ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই ইন দ্যা ইউকের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১৯ মার্চ ২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই ইন দ্যা ইউকের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১৪ মার্চ শুক্রবার পূর্ব লন্ডনের ইস্ট লন্ডন মসজিদ সংলগ্ন একটু রেস্টুরেন্টে আয়োজিত ইফতারে সংগঠনের সদস্য, তাদের পরিবার, বন্ধুবান্ধব ও কয়েকজন অতিথি অংশ নেন।
সবার অংশগ্রহণে ইফতার মাহফিল মিলন মেলায় রূপ নেয়। এতে বাংলাদেশে যুক্তরাজ্যের সাবেক হাই কমিশনার ও কেইমেন আইল্যান্ডে বৃটেনের সাবেক গভর্নর আনোয়ার চৌধুরী অংশগ্রহণ করেন।
সংগঠনের সভাপতি প্রশান্ত দত্ত পুরকায়স্থ বিইএম ও সাধারণ সম্পাদক আবুল ফজল মেজবা উদ্দিন ইকো অভ্যাগতদের স্বাগত জানানেরা পাশাপাশি সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
ইফতারের প্রাক্কালে রমজান ও ইফতারের গুরুত্ব ও করণীয় নিয়ে সংক্ষেপে কথা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই ইন দ্যা ইউকের সাংগঠনিক সম্পাদকদের একজন ডক্টর মোহাম্মদ কামরুল হাসান। এরপর ইফতারের আগে হাসান নূর চৌধুরীর পরিচালনায় দোয়ার পর সময় হলে সবাই ইফতার করেন। নানা পদের খাবারসহ অত্যন্ত আন্তরিক পরিবেশে সবাই ইফতার সেরে নেন।
পরে মাগরিবের নামাজ শেষে চা পানকালে একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন এবং পরস্পরের সঙ্গে কিছুক্ষণের জন্য হলেও আলাপচারিতায় মগ্ন হন। এ অনুষ্ঠানটির আয়োজনে নানাভাবে অবদান রাখার জন্য সংশ্লিষ্ট সবাইকে বিশেষ ধন্যবাদ জানান সংগঠনের সভাপতি প্রশান্ত পুরকায়স্থ। সংবাদ বিজ্ঞপ্তি