কার্ডিফে বাঙালিদের প্রাণের উৎসব বাংলা নববর্ষ উদযাপন
প্রকাশিত হয়েছে : ২২ এপ্রিল ২০২৫
ওয়েলসের কার্ডিফে বাঙালিদের প্রাণের উৎসব বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন হয়েছে। এ উপলক্ষে গত ২১ এপ্রিল দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তুলে। মেলায় স্টলগুলোর মধ্যে ছিলো দেশি খাবার, কাপড়, আসবাবপত্রসহ বিভিন্ন দেশের খাবার ও পণ্যের সমাহার। নানা সংগঠন ও প্রতিষ্ঠানের স্টলগুলো ছিল বেশ আকর্ষণীয়। প্রতিটি স্টল সাজানো হয় দেশীয় সাজে। উৎসব ঘিরে নানান ধরনের পিঠাপুলি, দেশীয় আসবাবপত্র স্টলগুলোতে স্থান পায়।
অনুষ্ঠানে ইউকে বিডি টিভির চেয়ারম্যান ও ওয়েলস বাংলা নিউজ-এর সম্পাদক কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুরের সভাপতিত্বে এবং ওয়েলস বাংলাদেশ ইয়ুথ সোসাইটির অন্যতম কো-অর্ডিনেটর বাংলার মেলার মূল আয়োজক বিশিষ্ট সাংবাদিক রাকিব খান ও যুব সংগঠক ইমরান উদ্দীনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত পোগ্রামের শুরুতেই ফিতা কেটে বাংলার মেলার উদ্বোধন করেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের ভাইস প্রেসিডেন্ট, এটিএন বাংলা ইউকের হেড অব নিউজ বিশিষ্ট সাংবাদিক ও লেখক সাঈম চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে কার্ডিফ কাউন্টি কাউন্সিলের সাবেক লর্ড মেয়র কাউন্সিলার ড.বাবলিন মল্লিক, প্রাক্তন ডেপুটি লর্ড মেয়র কাউন্সিলার আলী আহমেদ, কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল হান্নান শহীদুল্লাহ্, বিকিটি লিমিটেড এর ডিরেক্টর নাজমুল হোসেইন, ডিরেক্টর সামিউল ইসলাম, ওয়েলস বাংলাদেশ উইমেন্স অ্যাসোসিয়েশনের সভাপতি তাহমিনা খান, কমিউনিটি সংগঠক গোলাম মর্তুজা, সাংস্কৃতিক সংগঠক জেসমিন জাহেদ, ওয়েলস বাংলাদেশ ইয়ুথ সোসাইটির অন্যতম কো-অর্ডিনেটর সেলিম আহমদ, ইউসুফ খান জিমি, আবুল কালাম মুমিন, মুজিবুর রহমান মুজিব, সৈয়দ ইকবাল আহমেদ, বদরুল হক মনসুর, ইব্রাহীম শোভন, সাব্বির হোসেন, মাহবুব রহমান, সাজেল আহমেদ, রিপন মিয়া, কামাল আহমদ,ও জাভেদ আহমেদ বক্তব্য রাখেন।
মেলায় আগত দর্শক ও আমন্ত্রিত অতিথিরা পুরো আয়োজন দারুণভাবে উপভোগ করেন। মেলার মূল আয়োজক সাংবাদিক রাকিব খান বর্ষবরণের আয়োজনে সবার অংশগ্রহণ ও সহযোগিতায় সাফল্যমন্ডিত করার জন্য আগত সবাই ধন্যবাদ ও আন্তরিক কৃতজ্ঞতা জানান। সংবাদ বিজ্ঞপ্তি