গাজায় উচ্চশিক্ষা পুনর্গঠনে লন্ডনে আন্তর্জাতিক সম্মেলন ২৬ এপ্রিল
প্রকাশিত হয়েছে : ২৩ এপ্রিল ২০২৫
ইসরায়েলি আগ্রাসনে ক্ষতিগ্রস্ত গাজা উপত্যকার উচ্চশিক্ষা ব্যবস্থা পুনর্গঠনের লক্ষ্যে লন্ডনে “রিবিল্ডিং হাইয়ার অ্যাডুকেশন ইন গাজা” আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হচ্ছে। আগামী ২৬ এপ্রিল ২০২৫, শনিবার, কিংস কলেজ লন্ডনের লুকাস লেকচার থিয়েটারে এক গুরুত্বপূর্ণ সম্মেলন অনুষ্ঠিত হবে। এদিন দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সম্মেলন চলবে যেখানে শিক্ষা, স্বাস্থ্য ও মানবিক সহায়তা খাতে কাজ করা আন্তর্জাতিক বিশেষজ্ঞরা একত্রিত হবেন।
সম্মেলনে বক্তা হিসেবে উপস্থিত থাকবেন অ্যাম্বাসেডর হুসাম জোমলট, যুক্তরাজ্যে ফিলিস্তিন মিশনের প্রধান, ড. খালেদা জহির, সিইও, রিফিউজি ক্রাইসিস ফাউন্ডেশন, প্রফেসর মাহমুদ লৌবানি, চেয়ার, পামেড একাডেমি, প্রফেসর জাবর আল-দাউর, প্রেসিডেন্ট, ইউনিভার্সিটি অব প্যালেস্টাইন মি. টিম গুডেকার, রয়্যাল কলেজ অব সার্জনস অব ইংল্যান্ড ভিক্টোরিয়া রোজ, প্লাস্টিক সার্জন ড. লুসিয়া প্রাডেলা, কেসিএল ইউনিভার্সিটি অ্যান্ড কলেজ ইউনিয়ন, ড. নাজি শাত, ডিন, ডেন্টাল স্কুল, ইউনিভার্সিটি অব প্যালেস্টাইন মাসুম মাহবুব, সিইও, হিউম্যান কনসার্ন ইউএসএ, ইব্রাহীম চৌধুরী, প্রথম আলো উত্তর আমেরিকা সম্পাদক, আমিরা নিমারাওই, সিইও, হেলথ ওয়ার্কার্স ফর প্যালেস্টাইন।
আয়োজকরা জানান, এই সম্মেলনের মাধ্যমে গাজা উপত্যকার শিক্ষাখাত পুনর্গঠনে আন্তর্জাতিক সহযোগিতা ও অংশীদারিত্বের এক নতুন দ্বার উন্মোচিত হবে। সম্মেলনে অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তিরা “রিবিল্ডিংগাজা” কোড ব্যবহার করে অনলাইনে বিনামূল্যে টিকিট সংগ্রহ করতে পারবেন। টিকিট সংগ্রহের জন্য ইভেন্ট পোস্টারে থাকা কিউআর কোডটি স্ক্যান করুন। ফিলিস্তিনের ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষার অধিকার রক্ষা ও পুনর্গঠনে এই সম্মেলন হবে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ-এমনটাই আশা আয়োজকদের। সংবাদ বিজ্ঞপ্তি