হেফাজতে ইসলাম লন্ডন মহানগর শাখার সভায় বক্তারা ‘নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন ধর্ম বিদ্বেষী’
প্রকাশিত হয়েছে : ২৩ এপ্রিল ২০২৫
হেফাজতে ইসলাম লন্ডন মহানগর শাখার আয়োজনে গত ২১ এপ্রিল ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও ব্রোমলি বাই বো জামে মসজিদের খতিব শায়খ ইমদাদ মাদানী।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হেফাজতে ইসলাম যুক্তরাজ্যের সভাপতি ও শায়খুল হাদীস শায়খ আব্দুর রহমান মনোহরপুরী। তিনি বলেন, ইসলাম ও কোরআনবিরোধী তৎপরতার বিরুদ্ধে প্রতিরোধ গড়তেই হেফাজতের জন্ম। ইসলাম যতদিন থাকবে, হেফাজতও থাকবে।
শাখা সভাপতি শায়খ ইমদাদ মাদানী তার লিখিত বক্তব্যে বলেন, নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন বাতিল করতে হবে। সংবিধানে ‘বহুত্ববাদ’ পরিহার করে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। ভারতীয় মুসলমানদের নিরাপত্তা এবং ওয়াক্ফ আইন বাতিলের দাবি জানানো হয়। ফিলিস্তিনে গণহত্যা বন্ধ ও স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি পুনর্ব্যক্ত করা হয়। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম যুক্তরাজ্যের শীর্ষ নেতৃবৃন্দসহ স্থানীয় কাউন্সিলর ও কমিউনিটি ব্যক্তিত্বরা।
অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলাওয়াত করেন আন্তর্জাতিক ক্বারী শেখ আহমদ হাসান ও হাফেজ মাওলানা আব্দুল মোহাইমিন সুন্নাহ। দোয়া পরিচালনা করেন প্রধান অতিথি শায়খ আব্দুর রহমান।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম যুক্তরাজ্যের সহ-সভাপতি মাওলানা ফয়েজ আহমদ, সহ-সভাপতি মুফতি মাওসুফ আহমদ, উলামা মাশায়েখ ইউকে’র সভাপতি শায়খ মাওদুদ হাসান, সাধারণ সম্পাদক মাওলানা শাহ মিজানুল হক, কাউন্সিলর অ্যাকাউন্ট্যান্ট আয়াছ মিয়া, কাউন্সিলর ব্যারিস্টার খালেদ আহমদ, সৈয়দ মাওলানা আশরাফ আলী, হাফেজ মাওলানা মোবারক আলী, সৈয়দ মাওলানা মোশাররফ আলী, মাওলানা শাহনূর আহমদ, মাওলানা হাজী আতাউর রহমান, হাফেজ মাওলানা নাজির উদ্দিন, হাফেজ মাওলানা আশরাফ মৌলা এবং মাওলানা সাইফুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম লন্ডন মহানগরের সহ-সভাপতি মাওলানা মঈনুল হক চৌধুরী, হাফেজ আব্দুল কাদির, উস্তাদ আব্দুল হাদী, মাওলানা সালেহ আহমদ ভূঁইয়া ও মাওলানা মঈন খান। অনুষ্ঠানে আরও অংশগ্রহণ করেন মাওলানা আব্দুল বাসিত, মাওলানা আনিসুর রহমান, মাওলানা জসীম উদ্দীন, মাওলানা শেখ রুম্মান আহমদ, হাফেজ মাওলানা মাসুম আহমদ, মাওলানা দিলোয়ার হোসাইন, হাফেজ মাওলানা নাশির উদ্দীন, হাফেজ আব্দুল হক, মাওলানা জাকারিয়া, হাফেজ রশিদ আহমদ, মাওলানা সামসুল হক ছাতকী, হাফেজ মাওলানা নোমান হামিদী, মাওলানা আবু বাক্কার, হাফেজ মাওলানা রশীদ আহমদ নোমান, হাফেজ ওয়ালিদুর রহমান, মাওলানা ফখরুল আমিন হোসাইন, মাওলানা আনোয়ার হোসেন রাব্বানী এবং হাফেজ হাবিবুর রহমান। সংবাদ বিজ্ঞপ্তি