লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে যুক্তরাজ্য আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ
প্রকাশিত হয়েছে : ২৩ এপ্রিল ২০২৫
লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে যুক্তরাজ্য আওয়ামী লীগ। মঙ্গলবার (২২ এপ্রিল) আইসিটি ট্রাইবুনালে প্রহসনমূলক, ঘৃণ্যতম ও অসাংবিধানিক, বেআইনি কার্যক্রমের প্রতিবাদ জানিয়ে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারকের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের সভায় বক্তব্য রাখেন, নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী,সিলেট -৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ সভাপতি হরমুজ আলী, সৈয়দ মোজাম্মেল আলী, যুগ্ম সম্পাদক নঈম উদ্দিন রিয়াজ, মারুফ আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী ,দপ্তর সম্পাদক শাহ শামীম আহমেদ, যুব ও ক্রীড়া সম্পাদক তারিফ আহমদ, শিল্প ও বাণিজ্য সম্পাদক আসম মিসবাহ, মহিলা বিষয়ক সম্পাদক মেহের নিগার চৌধুরী, সুরুক মিয়া এডভোকেট এম এ করিম প্রমূখ। সভায় শত শত প্রবাসী বাঙালী উপস্থিত থেকে আইসিটি ট্রাইবুনালের বেআইনি কার্যক্রমের প্রতিবাদ জানান।
সমাবেশে বক্তারা বলেন, ৩০ লক্ষ শহীদের রক্তে লেখা সংবিধানে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে যে গণহত্যা, যুদ্ধাপরাধ ও মানবতার বিরোধী অপরাধীদের বিচারের অঙ্গীকার ব্যক্ত করা হয়েছিল, সেই অঙ্গীকার পূরণে ১৯৭৩ সালে জাতির পিতা বঙ্গবন্ধুর সরকার কর্তৃক প্রণীত আন্তর্জাতিক অপরাধ আইনের আওতায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকার মুক্তিযুদ্ধে গণহত্যা, যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের বিচারের উদ্যোগ গ্রহণ করেছিলেন। জাতির অঙ্গীকার পূরণে এই আইনের আওতায় যুদ্ধাপরাধীদের বিচার হয়েছিল। এই বিচার সারা পৃথিবীতে প্রশংসিত হয়েছিল। এই বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করা এবং এই বিচারের অনুকূল পরিবেশ সৃষ্টির জন্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সহ আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের আদর্শ লালনকারী নেতৃবৃন্দের বিরুদ্ধে এক ঘৃণ্য প্রতিশোধ নেয়ার লক্ষ্যে স্বাধীনতাবিরোধী শক্তি এবং অসাংবিধানিক ও অবৈধ তথাকথিত অন্তবর্তী সরকার বঙ্গবন্ধু কন্যা ও অন্যান্য নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা ও কাল্পনিক তথ্যের ভিত্তিতে গণহত্যার মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করে। আইনের শাসনের সকল নীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারা ইতিহাসের জঘন্যতম এই প্রহসন মূলক ও অবৈধ বিচার কার্যক্রম গ্রহণ করেছে।
বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য যুবলীগের সাধারণ সম্পাদক সেলিম আহমদ খান, যুগ্ম সম্পাদক জামাল আহমেদ খান, জুবায়ের আহমেদ,যুক্তরাজ্য সেচ্ছাসেবকলীগের সভাপতি সায়েদ আহমদ সাদ, সহ সভাপতি তওহিদ খান, যুক্তরাজ্য ছাত্রলীগের সহ সভাপতি সারওয়ার কবির, শহীদুল হক, সাধারণ সম্পাদক সজীব ভূইয়া, যুগ্ম সম্পাদক ফখরুল কামাল জুয়েল, ছাত্রলীগ নেতা মাহমুদুল হাসান বাবুল, শাহার উদ্দিন, সৈয়দ শিপু মিয়া প্রমুখ।
সভায় বক্তারা আরও বলেন, যুক্তরাজ্য আওয়ামী লীগ অসাংবিধানিক ও অবৈধ সরকারের এই ঘৃণ্যতম মধ্যযুগীয়, জঘন্য এবং অসাংবিধানিক ও বেআইনি কার্যক্রমের বিরুদ্ধে প্রতিবাদ, নিন্দা ও তীব্র ঘৃণা জানাচ্ছে। যুক্তরাজ্য আওয়ামী লীগ সংবিধান ও আইনের প্রতি শ্রদ্ধা রেখে এই ঘৃণ্য প্রক্রিয়া বাতিল করার জন্য আহ্বান জানাচ্ছে। দেশবাসীকে এই অবৈধ ও প্রহসন মূলক প্রক্রিয়ার বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। পাশাপাশি, বাংলাদেশে এই মানবতা বিরোধী, জঘন্য ও প্রহসন মূলক বিচারের বিরুদ্ধে বিশ্ববাসীকে সোচ্চার হওয়ার জন্য আহ্বান জানানো হয় সভা থেকে। সংবাদ বিজ্ঞপ্তি