দর্পণ বুক ক্লাবের উদ্যোগে মাসিক কবি-সাহিত্যিক সম্মাননা
প্রকাশিত হয়েছে : ০১ মে ২০২৫
দর্পণ বুক ক্লাব লন্ডন’র উদ্যোগে এপ্রিল মাসে বিশিষ্ট লেখিকা ও শিক্ষিকা সাওদা মুমিনকে সম্মাননা প্রদান করা হয়েছে। গত ২৮ এপ্রিল ইস্ট লন্ডনের প্রিন্সলেট স্ট্রীটের দর্পণ মিডিয়া সেন্টারে তাকে ফুল দিয়ে স্বাগত জানানো হয়। পরে তার সম্মাননা সনদ তুলে দেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন, ক্লাবের সভাপতি সাংবাদিক রহমত আলী। পরিচালনা করেন সাধারণ সম্পাদক সলিসিটর মোহাম্মদ ইয়াওর উদ্দিন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেট কাউন্সিলের স্পিকার ব্যারিস্টার সাইফ উদ্দিন খালেদ। সভায় বক্তব্য রাখেন, ক্রয়ডন কাউন্সিলের সাবেক মেয়র হুমায়ুন কবির, সংগঠনের ট্রেজারার প্রভাষক মিসবাহ কামাল, এসিস্টেন্ট সেক্রেটারী প্রভাষক আব্দুল হাই, বর্ণবাদ বিরোধী নেতা আব্দুল মুকিদ, সাংগঠনিক সম্পাদক নাজমুল হুদা, শেখ ফারুক আহমদ, কমিউনিটি নেতা আবুল হোসেন, সংগঠনের কালচারাল সেক্রেটারী দিলরুবা ইয়াসমিন রুহি, মোহাম্মদ জায়েদ হোসেন চৌধুরী, অন্যান্য মধ্যে আরও উপস্থিত ছিলেন, গ্লস্টার শায়ারের নেইলস ওয়ার্ড কাউন্সিলের সাবেক কাউন্সিলর মুহিবুর রহমান, মোহাম্মদ আব্দুল হান্নান, সুলতানা বেগম, নাবিল মুমিন, মেহেরা তইবা, শেলী কিবরিয়া প্রমুখ।
বক্তারা সাওদা মুমিনের বিভিন্ন লেখার ভূঁয়সী প্রশংসা করেন। বিশেষ করে তার পিতাকে নিয়ে লেখা কীর্তিমান শিক্ষাবিদ এম এ গফুরের জীবনী গ্রন্থ নিয়ে অনেকে দারুন আগ্রহ ও উচ্ছ্বাস প্রশংসা করেন। তারা বলেন, মরহুম শিক্ষক আব্দুল গফুর ছিলেন একজন আদর্শ পিতা, আলোকিত শিক্ষাবিদ ও সমাজসেবক। এ বই থেকে যতটুকু জানা যায় তাতে মনে হয় আব্দুল গফুর ছিলেন আমাদের সমাজের একজন আলোকবর্তিকা বা পাঠশালা। আর তাঁর বিভিন্ন কাজকে অত্যন্ত সুন্দরভাবে সাওদা মুমিন তার বইতে তুলে ধরেছেন। তাই এ বইটি সব শ্রেণীর পাঠকের মন জয় করতে সক্ষম হয়েছে। অনুষ্ঠানে দেশাত্মবোধক গান পরিবেশন করেন সৈয়দা নাসিমা কুইন।
উল্লেখ্য,দর্পণ বুক ক্লাবের উদ্যোগে প্রতি মাসে একজন করে কবি-সাহিত্যিককে সম্মাননা জানানো হয়। এ অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ, কবি-সাহিত্যিক, সাংবাদিক,স্পীকার, মেয়র, কাউন্সিলরসহ বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন। সংবাদ বিজ্ঞপ্তি