প্রবাসী হাজ্জযাত্রীদের নিয়ে সিপার এয়ার সার্ভিসের প্রশিক্ষণ কর্মশালা
প্রকাশিত হয়েছে : ২১ মে ২০২৫
সিলেটে সিপার এয়ার সার্ভিসের উদ্যোগে প্রবাসী হজযাত্রীদের জন্য দ্বিতীয় হজ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ মে) সন্ধ্যা সাড়ে ৭টায় নগরীর একটি রেস্টুরেন্টে এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়। এতে প্রবাসী হাজ্জযাত্রীদের হজ সংক্রান্ত গুরুত্বপূর্ণ নির্দেশনা ও প্রশিক্ষণ প্রদান করা হয়।
প্রশিক্ষণ কর্মশালায় হজের আহকাম, আরকান এবং বিভিন্ন ফিকহি দিক নিয়ে আলোচনা করেন সৌদি আরবের ধর্ম মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত একজন দায়ী এবং সিলেটের বন্দরবাজারস্থ কুদরত উল্লাহ জামে মসজিদের খতিব শায়েখ সাঈদ বিন নূরুজ্জামান আল মাদানি। তিনি উপস্থিত হাজীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন এবং হজের সময় কীভাবে সুষ্ঠুভাবে ইবাদত সম্পন্ন করা যায়, সে বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।
সিপার এয়ার সার্ভিস সূত্রে জানা যায়, প্রতিবছর একটি করে হজ প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হলেও এবারই প্রথম প্রবাসী হজযাত্রীদের জন্য সিলেটে পৃথকভাবে একটি অতিরিক্ত কর্মশালার আয়োজন করা হলো। এর মূল কারণ, এবছর ইউরোপ, আমেরিকা, কানাডা ও অন্যান্য দেশ থেকে আগত প্রবাসী সিলেটিদের মধ্যে হজে অংশগ্রহণের হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
গত ১৪ মে থেকে সিলেট থেকে সরাসরি হজ ফ্লাইট শুরু হয়। সেই অনুযায়ী ১০ মে দেশি ও প্রবাসী হজযাত্রীদের সম্মিলিতভাবে প্রথম হজ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছিল। তবে যেহেতু অনেক প্রবাসী হজযাত্রী শেষের দিকের ফ্লাইটে গমন করে স্বল্প মেয়াদে (১৫-২০ দিন) হজ সম্পন্ন করে ফিরতে আগ্রহী, তাই তাঁদের সুবিধার্থে ২৩ মে আয়োজন করা হয় এই বিশেষ দ্বিতীয় কর্মশালা।
সিপার এয়ার সার্ভিসের পরিচালক খন্দকার সিপার আহমদ জানান, আগামী বছর থেকে প্রবাসী হজযাত্রীদের কথা মাথায় রেখে প্রতি বছর দুইটি হজ প্রশিক্ষণ কর্মশালা আয়োজনের পরিকল্পনা রয়েছে-একটি ফ্লাইটের শুরুতে, আরেকটি শেষের দিকে।
কর্মশালায় উপস্থিত ছিলেন সিপার এয়ার সার্ভিসের পরিচালক খন্দকার ইসরার আহমদ রকী এবং খন্দকার কাওসার আহমদ রবি। সংবাদ বিজ্ঞপ্তি