লন্ডনে বুধবরীবাজার ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের ঈদ পুর্নমিলনী
প্রকাশিত হয়েছে : ২১ মে ২০২৫

Screenshot
বুধবরী বাজার ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের উদ্যোগে ঈদ পুর্নমিলনী ও অ্যাপ্রিসিয়েশন ডিনার মঙ্গলবার (১৩ মে) লন্ডনের এন্টারপ্রাইজ একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ গুলজার হোসেন। সভা যৌথভাবে উপস্থাপন করেন সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান এবং সহকারী সম্পাদক নুনু মোহাম্মদ শেখ।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র লুৎফর রহমান। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কাউন্সিল অফ মস্কের প্রেসিডেন্ট হাফিজ মাওলানা শামসুল হক, কাউন্সিলর ইকবাল হোসেন, কাউন্সিলর আহমদুর রহমান, কাউন্সিলর বেলাল উদ্দিন, এবং মেয়রের উপদেষ্টা মোহাম্মদ জুবায়ের।
মেয়র লুৎফর রহমান তাঁর বক্তব্যে বুধবরী বাজার ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের সমাজকল্যাণমূলক কার্যক্রমের প্রশংসা করেন। তিনি বলেন, এই ধরনের উদ্যোগগুলি সমাজে সহমর্মিতা এবং দায়ত্বশীলতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে। বিশেষ করে গৃহহীন মানুষের পুনর্বাসনে গৃহ নির্মাণ প্রকল্প প্রশংসনীয়।
অনুষ্ঠানে জানানো হয়, সংগঠনের উদ্যোগে ইতিমধ্যে ১৩টি গৃহ নির্মাণ সম্পন্ন হয়েছে এবং আরও ঘর নির্মাণের পরিকল্পনা রয়েছে। সেই ধারাবাহিকতায় অনুষ্ঠানে ৯টি নতুন গৃহ নির্মাণের জন্য অনুদান প্রদানের প্রতিশ্রুতি ঘোষণা করা হয়। এই উদ্যোগ আরও ৯টি পরিবারকে নিরাপদ আশ্রয় দেবে।
অনুষ্ঠানের বিশেষ একটি পর্বে দানশীল ব্যক্তিদের চ্যাম্পিয়ন অব জেনারোসিটি পুরস্কারে সম্মানিত করা হয়। এই সম্মাননা প্রদান করা হয় তাঁদের প্রতি, যাঁরা তাঁদের উদারতার মাধ্যমে অসহায় মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন এনেছেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর মামুনুর রশিদ, দেলওয়ার হোসেন, ফেরদৌস আলম, নাসির উদ্দিন আহমেদ, নুরুল ইসলাম, আলতাফ হোসেন বাইস, হারুন মিয়া, মুছলেহ উদ্দীন, মাসুক আহমেদ, ব্যারিস্টার আনোয়ার হোসেন খান, ফজলুল হক, শেলিম উদ্দিন, জবরুল ইসলাম লনী প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি