সিলেটে প্রবাসী হজ্জযাত্রীদের নিয়ে সিপার এয়ার সার্ভিসের হজ্জ প্রশিক্ষণ
প্রকাশিত হয়েছে : ২৬ মে ২০২৫
দেশ ডেস্ক, ২৬ মে ২০২৫ : গত ২৩ মে শুক্রবার সন্ধ্যায় নগরীর মিরবক্সটুলাস্থ একটি হোটেলে সিপার এয়ার সার্ভিসের হজ্জ যাত্রীদের জন্য প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে । এবারই সিলেটে প্রথমবারের মতো প্রবাসী হজ্জযাত্রীদের নিয়ে হজ্জ প্রশিক্ষণ কর্মশালা করেছে সিলেটের স্বনামধন্য ট্রাভেল এজেন্সী সিপার এয়ার সার্ভিস। ২০২৫ সালের হজ্জ যাত্রীদের নিয়ে এটি তাদের দ্বিতীয় প্রশিক্ষণ । এর আগে স্থানীয় হজ্জ যাত্রীদের জন্যও প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে প্রতিষ্ঠানটি।
হজের হুকুম-আহকাম নিয়ে যাত্রীদেরকে প্রশিক্ষণ প্রদান করেন বাংলাদেশে নিযুক্ত সৌদি ধর্ম মন্ত্রনালয়ের দ্বায়ী ও সিলেটের হাজী কুদরত উল্লাহ জামে মসজিদের খতিব শায়খ সাঈদ বিন নুরুজ্জামান আল মাদানী।
হজ্জ যাত্রীদের বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন সিপার এয়ার সার্ভিসের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার সিপার আহমদ ও পরিচালক খন্দকার ইসরার আহমদ রকি।
সমাপনী বক্তব্যে সিপার এয়ার সার্ভিসের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার সিপার আহমদ বলেন, অন্যান্য বছরের তুলনায় এবার সিলেট থেকে প্রবাসী হজ্জ যাত্রীর সংখ্যা বেড়েছে। এবারের হজ্জে সিলেট থেকে প্রায় ২৭০০ হজ্জ যাত্রীর মধ্যে দেড় হাজারের উপরে প্রবাসী বাংলাদেশী রয়েছেন । আমরা আশা করছি আগামীতে এই সংখ্যা আরো বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ্।
সিপার এয়ার সার্ভিসের পরিচালক খন্দকার ইসরার আহমদ রকি বলেন, আমাদের প্রবাসীদের বেশীরভাগই যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ইউরোপে বসবাস করেন। সেখান থেকে হজ্জ পালনের জন্য কোটা একটি বড় বাঁধা। অনেক সময় দেখা যায় হজ্জের জন্য নিবন্ধন করার পর লটারি থেকে বাদ পড়ে যান। অন্যদিকে বাংলাদেশের হজ্জ কোটা অপূর্ণ থাকে। যেকারণে তারা নিজ জন্মভূমি থেকে হজ্জে গমন করাকেই বেছে নিচ্ছেন । ভবিষ্যতে আরো বেশী সংখ্যক প্রবাসী বাংলাদেশে এসে এখান থেকে হজ্জে যাবেন বলে আমরা আশা করছি।
উল্লেখ্য, সিপার এয়ার সার্ভিস এবারের হজে এক’শ জন বাংলাদেশী ও বিদেশে বসবাসরত বাংলাদেশী বংশদ্ভেুত হজ্জ যাত্রীকে সেবা দিচ্ছে ।

