জনগণের হৃদয়ে জমিয়তের শেকড় প্রোথিত : মতবিনিময় সভায় বক্তারা
প্রকাশিত হয়েছে : ০২ জুন ২০২৫
জমিয়তে উলামায়ে ইসলাম ইউকে-হেকনি শাখার উদ্যোগে গত ২৮ মে (বুধবার) লন্ডনের মারকাযুল উলূমে জমিয়তের হবিগঞ্জ জেলা শাখার সভাপতি হাফিজ মাওলানা মাসরুরুল হকের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন লন্ডন হ্যাকনি শাখার সভাপতি মাওলানা আব্দুল মজিদ। সভা পরিচালনা করেন হ্যাকনি শাখার সেক্রেটারি হাফিজ রশীদ আহমদ।
প্রধান অতিথির বক্তব্য দেন জমিয়তে উলামায়ে ইসলাম হবিগঞ্জ জেলা শাখার সভাপতি হাফিজ মাওলানা মাসরুরুল হক। তিনি বলেন, জমিয়তে উলামায়ে ইসলাম একটি ঐতিহ্যবাহী ইসলামী রাজনৈতিক দল, শত বর্ষরের ঐতিহ্যে লালিত সর্বপ্রচীন এই দলের ঐতিহাসিক কোরবানীর বিনিময়ে আজ আমরা স্বাধীন।
বিশেষ অতিথি হিসেবে আলোচনা উপস্থাপন করেন ইউকে জমিয়তের সিনিয়র সহ-সভাপতি মুফতি আবদুল মুনতাকিম, ইউকে জমিয়তের সহ-সভাপতি মাওলানা সৈয়দ তামীম আহমদ, হাফিজ হোসাইন আহমদ বিশ্বনাথী, জেনারেল সেক্রেটারি মাওলানা সৈয়দ নাঈম আহমদ।
আলোচনায় অংশগ্রহণ করেন খেলাফত মজলিস লন্ডন মহানগর শাখার নেতা মাওলানা দিলোয়ার হুসাইন, জমিয়তে উলামায়ে ইসলাম ইউকে হেকনী শাখার সহ-সভাপতি হাফিজ সাদিকুল ইসলাম, বাংলাদেশ থেকে নবাগত জমিয়ত নেতা মাওলানা আলিম উদ্দিন,ইউকে জমিয়তের নির্বাহী সদস্য শেখ মুদাব্বীর হোসাইন মধু মিয়া,জমিয়তে উলামায়ে ইসলাম ইউকে হেকনী শাখার সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম, অর্থ সম্পাদক আতাউর রহমান মুজিব, ইকবাল হুসাইন প্রমুখ।
সভায় বক্তারা বর্তমান জাতীয় ও আন্তর্জাতিক পরিস্থিতি পর্যালোচনা করে জমিয়তে উলামার শতবর্ষী গৌরবোজ্জ্বল ঐতিহাসিক অবদানের কথা স্মরণ করিয়ে বলেন, জমিয়তে উলামায়ে ইসলাম যুগে যুগে অনুসরণীয় পূর্বসূরীদের নেতৃত্বে দ্বীন-ইসলাম ও স্বাধীনতা রক্ষার সুমহান খেদমত আঞ্জাম দিয়ে আসছে। আকাবিরে জমিয়তের সাথে গণমানুষের হৃদয়ের সম্পর্ক ও আধ্যাত্মিক যোগসূত্র এক ঐতিহাসিক বাস্তবতা। এজন্য সাধারণ জনগণ এসব মহা মনীষীদের সাথে গভীর আধ্যাত্মিক সম্পর্কের সূত্রে জমিয়তে উলামায়ে ইসলামের সাথে অবশ্যই একাকার রয়েছে। জমিয়তের শেকড় জনগণের হৃদয়ের গভীরে প্রোথিত। কিন্তু সময়ের ব্যবধানে দুঃখজনক হলেও সত্য যে কার্যক্রমের গতিশীলতা ব্যাহত হওয়ায় এ সম্পর্কের মধ্যে ভাটা পড়েছে। জমিয়তের ঐতিহাসিক রোডম্যাপের সাথে জনগণের সংযোগ স্থাপনের মাধ্যমে এ দূরত্বকে ঘুচিয়ে দেয়া এবং নতুন সেতুবন্ধন রচনা করা সময়ের গুরুত্বপূর্ণ দাবি। সংবাদ বিজ্ঞপ্তি