জিতে নিন এক বছরের বি ওয়েল মেম্বারশিপ!
প্রকাশিত হয়েছে : ০২ জুন ২০২৫
টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিলের সরাসরি তত্বাবধানে পরিচালিত লেজার সার্ভিস বি ওয়েল-এর প্রথম জন্মদিন উপলক্ষে, কাউন্সিল দিচ্ছে প্রথমবারের মতো বি ওয়েল মেম্বারশিপ কার্ড ০০১।
বিশেষ এই কার্ডের যার মধ্যে থাকছে- ১২ মাস বিনামূল্যে জিম, সুইমিং পুল ও ফিটনেস ক্লাসের সুবিধা, ইয়র্ক হলে অবস্থিত বি ওয়েল দ্য স্পাতে ৫টি ফ্রি স্পা ডে পাস, সারা বছর আনলিমিটেড ওয়েলনেস সুবিধা!৬ জুনের মধ্যে আবেদনের করুন এবং জিতে নিন এক বছরের জন্য বি ওয়েল মেম্বারশীপ। এক বছরের জন্য বি ওয়েল মেম্বারশীপ জিততে হলে http://orms.office.com/pages/responsepage.aspx?id=h-wKPIP5j0Gz3NNduD-10k5TYNzrFihLo7uLweu7_jNUNE4xM0pGQlFDOU9UUDFXS1FWR1VZT0FLVy4u&route=shorturl ওয়েবসাইট লিংকে গিয়ে করে ফরমটি পূরণ করুন। সংবাদ বিজ্ঞপ্তি