গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের আয়োজনে হেলাল চৌধুরী ও ওসমান হোসেন মনিরকে সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ০৩ জুন ২০২৫
গ্লোবাল জালালাবাদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও আন্তর্জাতিক সংগঠন ফোবানার মেম্বার সেক্রেটারি ময়নুল হক চৌধুরী হেলাল এবং ইউরোপিয়ান প্রবাসী বাংলাদেশী অ্যাসোসিয়েশন (ইপিবিএ)-এর মহাসচিব প্রকৌশলী ওসমান হোসেন মনির-এর সম্মানে লন্ডনের পূর্বাঞ্চলে এক অনাড়ম্বর সংবর্ধনা ও মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের আয়োজনে গত শনিবার (৩১ মে) পূর্ব লন্ডনের একটি অভিজাত হোটেলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মুহিবুর রহমান মুহিব।
এতে যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দিপকের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্যাটারার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি এম এ মুনিম (এমবিই), টাওয়ার হ্যামলেট কাউন্সিলের সাবেক স্পিকার খালিছ উদ্দিন ও আহবাব হোসেন, বাংলাদেশ সেন্টার লন্ডনের ট্রেজারার মো. ফয়জুল হক, সহ-সভাপতি আব্দুল মুনিম জাহেদী ক্যারল, অলিউদ্দিন শামীম, শেখ ফারুক আহমেদ, সাংগঠনিক সম্পাদক মিজানুল হক চৌধুরী, দপ্তর সম্পাদক মোস্তাক আহমেদ, কার্যনির্বাহী সদস্য শাব্বির আহমদ, জালালপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের উপদেষ্টা মোহাম্মদ লোকমান আহমেদসহ আরও অনেক প্রবাসী নেতৃবৃন্দ।
সংবর্ধিত অতিথি ইঞ্জিনিয়ার ওসমান হোসেন মনির বলেন, আমি ফ্রান্স থেকে লন্ডনে এসে গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের আতিথেয়তা পেয়ে অত্যন্ত আবেগাপ্লুত। ইপিবিএ ও গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন ঐক্যবদ্ধভাবে প্রবাসীদের ও দেশের উন্নয়নে কাজ করে যাবে, ইনশাআল্লাহ।
অপর সংবর্ধিত অতিথি ময়নুল হক চৌধুরী হেলাল বলেন,আমি গত এক সপ্তাহ ধরে ইউরোপ সফর করছি এবং গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের কার্যক্রম ইউরোপের বিভিন্ন দেশে তুলে ধরছি। আমাদের লক্ষ্য হলো আগামী সেপ্টেম্বর মাসে আন্তর্জাতিক জালালাবাদ উৎসব-২০২৫ সফলভাবে আয়োজন করা।
অনুষ্ঠানে বক্তারা সিলেটের জলাবদ্ধতা নিরসনে কিশোরগঞ্জের মিঠামইন বাঁধে একাধিক সেতু নির্মাণ করে দীর্ঘমেয়াদি সমাধান নিশ্চিত করার দাবি তুলেন। এছাড়া সিলেট প্রদেশ বাস্তবায়নে গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের প্রচেষ্টাকে আরো বেগবান করার উপর জোর দেন তারা। অনুষ্ঠানের শেষে সভাপতি মুহিবুর রহমান মুহিব উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে মধ্যাহ্নভোজের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করেন। সংবাদ বিজ্ঞপ্তি