ঐক্য গড়তে সব ইসলামী দলের প্রতি বৃটেনের উলামায়ে কেরামের আহ্বান
প্রকাশিত হয়েছে : ০৩ জুন ২০২৫
বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক নেতৃত্বে ইসলামী শক্তির কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে ব্রিটেনে অবস্থানরত সমমনা ইসলামী দলসমূহ ও উলামায়ে কেরাম একত্রে কাজ করার আহ্বান জানিয়েছেন। গত ২৫ মে সোমবার লন্ডনের ফোর্ড স্কয়ার অডিটোরিয়ামে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তারা ইসলামী দলগুলোর মধ্যে বোঝাপড়া ও সুদৃঢ় ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরেন। সভায় সভাপতিত্ব করেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা আবদুল কাদির সালেহ।
জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা সৈয়দ নাঈম আহমদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়েজ আহমদ, জমিয়তে উলামায়ে ইসলাম যুক্তরাজ্যের সিনিয়র সহ সভাপতি মুফতি আবদুল মুনতাকিম,জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের মহাসচিব মুফতি মাওসুফ আহমদ,হেফাজতে ইসলাম ইউ কে’র সাধারণ সম্পাদক মাওলানা গোলাম কিবরিয়া, খেলাফত মজলিশ যুক্তরাজ্যের সহ সভাপতি হাফিজ মাওলানা আবদুল কাদির,বাংলাদেশ খেলাফত মজলিশ যুক্তরাজ্যের সহ সভাপতি আলহাজ মাওলানা আতাউর রহমান,জমিয়তে উলামায়ে ইসলাম ইউ কে’র সহ সভাপতি মাওলানা সৈয়দ তামিম আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিশ যুক্তরাজ্যের সহ সভাপতি মাওলানা শাহনূর আহমদ,খেলাফত মজলিশ যুক্তরাজ্যের সহ সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আবদুল করীম,জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের যুগ্ম মহাসচিব মাওলানা মামনূন মহিউদ্দিন,জমিয়তে উলামায়ে ইসলাম ইউকে’র জয়েন্ট সেক্রেটারি মাওলানা আখতারুজ্জামান,জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের সহ সাধারণ সম্পাদক মাওলানা আবদুল বাসিত,লন্ডন মহানগর হেফাজতে ইসলামের সভাপতি মাওলানা ইমদাদুর রহমান মাদানী,যুক্তরাজ্য খেলাফত মজলিসের নির্বাহী পরিষদ সদস্য মাওলানা আবদুল আহাদ ও কওমি সলিডারিটি অ্যালায়েন্সের সমন্বয়ক মাওলানা আনিসুর রহমান প্রমুখ উলামায়ে করাম।
সভায় বক্তারা বলেন, সব ইসলামী দল ইসলাম ও জাতীয় প্রশ্নে এক মঞ্চের বৃহত্তর আন্দোলন গড়ে তুলুন। এটাই জুলাই গণবিপ্লব ও জন আকাঙ্ক্ষার দাবি। তারা আরও বলেন, এক্ষেত্রে দলীয় সাময়িক সুবিধার জন্য কোন সেক্যুলার অথবা সেমি সেক্যুলার দল বা জোটের সাথে ঐক্য বা সমঝোতার চিন্তাকে কোনোভাবেই বিবেচনায় নেয়ার সুযোগ নেই। আগামী নির্বাচনকে কেন্দ্র করে ‘এক বাক্স ও এক ক্যান্ডিডেইট’ পলিসিতে পরস্পর কার্যকর সমঝোতা স্বাক্ষর করার জন্য তারা সকল ইসলামি দলের নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান। সভায় বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও রাজনৈতিক মেরূকরণ বিশ্লেষণ করে বলা হয়, আগামী দিনের রাষ্ট্র ও সরকার গঠনে ইসলামী দলগুলোকে প্রাসঙ্গিকতা অর্জনের জন্য সম্মিলিত ইসলামী জোট গঠন করে বিকল্প তৃতীয় শক্তি হিসেবে গড়ে তুলতে হবে। এজন্য স্বল্প এবং দীর্ঘমেয়াদি রাজনৈতিক কর্মকৌশল গ্রহণ অপরিহার্য বলে অভিমত ব্যক্ত করেন তাঁরা।
উপস্থিত উলামায়ে কেরাম বলেন, স্বল্প মেয়াদি কৌশল হলো, আগামী নির্বাচনের জন্য সারাদেশে ইসলামী দলসমূহকে ‘এক ক্যানিডিডেইট এক বাক্স’নীতির সুদৃঢ় ঐক্য গড়ে তুলতে হবে। আর দীর্ঘ মেয়াদি কৌশল হলো, জাতীয় পর্যায়ে পলিসি মেকিংয়ের তৃতীয় শক্তি হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সুদৃঢ় অঙ্গীকার নিয়ে জাতীয় ভিত্তিক ঐক্যবদ্ধ কর্মসূচি প্রণয়ন করা। সভায় বাংলাদেশের উলামায়ে কেরাম এবং ইসলামী নেতৃত্বের বিবেচনা ও এ ব্যাপারে আশু সিদ্বান্ত গ্রহণের আহ্বান জানিয়ে কয়েকটি প্রস্তাব গৃহীত হয়।
সভায় গৃহীত প্রস্তাবগুলো মধ্যে রয়েছে-অবিলম্বে ইসলামী দলগুলোর আনুষ্ঠানিক ঐক্যের ঘোষণা এবং যৌথ কর্মসূচি ঘোষণা। ‘এক বাক্স, এক ক্যান্ডিডেট’ নীতিতে ঐকমত্য এবং প্রার্থী মনোনয়নে সমঝোতা। বিভাগীয় ও জেলা ভিত্তিক সম্মিলিত সমাবেশ ও কর্মসূচি পালন। কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ে সমন্বয় কমিটি গঠন। মহান আল্লাহর প্রতি আস্থা পুনঃপ্রতিষ্ঠা, ব্লাসফেমির বিরুদ্ধে আইন প্রণয়ন, ফ্যাসিবাদের বিচার, ন্যায়বিচার ও সুশাসনের দাবিতে দেশব্যাপী জনসচেতনতামূলক কর্মসূচি গ্রহণ। সেক্যুলার বা সেমি সেক্যুলার জোটে কোনোভাবেই না যাওয়া। সাময়িক রাজনৈতিক সুবিধা নয়, বরং একটি দীর্ঘমেয়াদি শক্তিশালী ইসলামী রাজনৈতিক জোট গঠন করে জাতীয় পর্যায়ে স্বতন্ত্র ও অপরিহার্য শক্তি হিসেবে আত্মপ্রকাশের লক্ষ্যে কাজ করা। সংবাদ বিজ্ঞপ্তি