ইউকে বিজিডিএস ওয়েলফেয়ার ট্রাস্টের জরুরি সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ০৩ জুন ২০২৫
মৌলভীবাজার উপজেলার সিংকাপন, দিশালোক, গণ্ডেহরী ও বৈরিদলন গ্রামের যুক্তরাজ্য প্রবাসীদের নিয়ে গঠিত ইউকে বিজিডিএস ওয়েলফেয়ার ট্রাস্টের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২ জুন সোমবার যুক্তরাজ্যের হেমেল হ্যামস্টেডের একটি রেস্টুরেন্টে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় প্রবীণ কমিউনিটি নেতা ও সাংবাদিক কে এম আবুতাহের চৌধুরী সভাপতিত্ব করেন এবং অধ্যাপক এ কে শহীদুর রহমান সভার সঞ্চালনা করেন। সভায় মিছবাউর রহমান চৌধুরী, শেখ রাজা মিয়া, মো. মবশ্বর মিয়া, ছানু মিয়া, মোঃ আব্দুল হান্নান, শেখ জুনেদ মিয়া, শেখ রহমান মিয়া, শেখ মোঃ সুহেল মিয়া, মোঃ জুবায়ের আহমদ, মো. মশাহিদ আহমদ, সয়ফুল আলমগীর তরফদার, সিরাজুল ইসলাম তরফদার জাহাঙ্গীরসহ আরও অনেকে অংশগ্রহণ করেন।
সভায় সংগঠনের পক্ষ থেকে চারটি মৌজার ঐতিহাসিক মসজিদের সংস্কার ও নির্মাণ কাজের অগ্রগতির বিস্তারিত রিপোর্ট উপস্থাপন করেন মোঃ আব্দুল হান্নান। তিনি জানান, প্রায় ৩০০ বছরের পুরানো এই মসজিদগুলোর সংস্কার ও নির্মাণে এ পর্যন্ত ৮৫ লাখ টাকা ব্যয় হয়েছে। পাশাপাশি সম্পূর্ণ কাজ শেষ করার জন্য আরও ২৫ লাখ টাকার প্রয়োজনীয়তা রয়েছে।
একই সভায় একজন গৃহহীন ব্যক্তির জন্য গৃহ নির্মাণ কাজের অগ্রগতি তুলে ধরেন মিছবাউর রহমান। তিনি জানান, গৃহহীন ব্যক্তির বাসস্থানের জন্য কাজটি ধারাবাহিকভাবে এগিয়ে চলেছে এবং প্রয়োজনীয় তহবিল সংগ্রহের চেষ্টা চলছে। গ্যাস সংযোগের জন্য সংগৃহীত অর্থকে বাংলাদেশের যেকোনো শরীয়া ভিত্তিক ব্যাংকে স্থানান্তরের সিদ্ধান্ত সভায় গৃহীত হয়, যা প্রকল্পের ধারাবাহিকতা ও স্বচ্ছতা নিশ্চিত করবে।
সভায় দিশালোক গ্রামের যুক্তরাষ্ট্র প্রবাসী বিশিষ্ট রাজনীতিবিদ ও সাবেক ছাত্র নেতা বজলুর রশীদ সুন্দর মিয়া এর সড়ক দুর্ঘটনায় আহত হওয়ায় তার দ্রুত সুস্থতার জন্য বিশেষ দোয়া করা হয়। পাশাপাশি বৈরিদলন গ্রামের বার্মিংহামে বসবাসরত হাবিবুর রহমান হাবিব এর সুস্থতা কামনায় প্রার্থনা করা হয়।
এছাড়াও, বিগত জানুয়ারি মাসে প্রয়াত সংগঠনের প্রবীন ট্রাস্টি ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব এ এস মোহাম্মদ সিংকাপনী এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। সংগঠনের অন্যান্য প্রয়াত ট্রাস্টিদের মধ্যে শেখ এরশাদ মিয়া, ফয়জুর রহমান ফৈরাজ মিয়া সহ সকলের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন কে এম আবুতাহের চৌধুরী।
সভায় মসজিদের সংস্কার ও গৃহহীন ব্যক্তির জন্য গৃহ নির্মাণের কাজে ওয়াদাকৃত সকল অনুদান যথাসময়ে পরিশোধের জন্য অনুরোধ জানানো হয়, যাতে কাজ দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়। সভা শেষে উপস্থিত অতিথিদের জন্য খাবার পরিবেশন করেন বেঙ্গল স্পাইসের মালিক জনাব মো. মবশ্বর মিয়া। সংবাদ বিজ্ঞপ্তি