শরীয়তপুর জেলা জাতীয়তাবাদী ফোরাম ইউকের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী পালন
প্রকাশিত হয়েছে : ০৪ জুন ২০২৫
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৪তম শাহাদাৎবার্ষিকী পালন করেছে জেলা জাতীয়তাবাদী ফোরাম ইউকে। এ উপলক্ষে বুধবার (৪ জুন) দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে মাসুদ সরদারের সভাপতিত্বে এবং ব্যারিস্টার শাহনেওয়াজ জুয়েলের সঞ্চালনায় শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন ফোরামের ধর্ম বিষয়ক সম্পাদক রকিব সরদার। এরপর সূচনা বক্তব্য রাখেন ফোরামের ১ নম্বর সদস্য রিংকু খান। আলোচনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ফোরামের যুগ্ম সম্পাদক মনির হোসেন। পুরো আলোচনা জুড়ে বক্তারা শহীদ প্রেসিডেন্টের আদর্শ, তাঁর সাহসিকতা, দেশপ্রেম এবং আজকের প্রজন্মের কাছে তাঁর রাজনৈতিক দর্শনের গুরুত্ব নিয়ে আলোকপাত করেন।
সভায় আরও বক্তব্য রাখেন নড়িয়া থানা বিএনপির উপদেষ্টা ফারুক মৃধা, সাবেক ছাত্রনেতা ও ভেদরগঞ্জ থানা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি তরুণ সরদার, সাবেক ছাত্রনেতা জসিম পেদা, রিপন মুন্সি, সুমন চোকদার, ফোরামের সহ-সভাপতি উজ্জ্বল খান, যুগ্ম সম্পাদক ফয়সাল আহমেদ নাহিদ গোরাপী, আলামিন সুমন, লিটন হোসেন, সাংগঠনিক সম্পাদক সোহাগ শিকদার, সহ-সাংগঠনিক সম্পাদক মো. শাহআলম পেদা, প্রচার সম্পাদক রাহুল খান (সরোয়ার), সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শিপন মাঝি, তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক সুমন চোকদার, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আতাউর রহমান, এবং সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আলম সিকদার।
সভায় আরও উপস্থিত থেকে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেন ফোরামের সদস্য রাব্বি চোকদার, লিটন মিয়া, লোকমান, আসাদ বেপারী, ফারুক ঢালী ও আলমগীর গোরাপী।
সভায় বক্তব্য রাখেন মিলান লম্বার বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি জাকির হোসেন জাহাঙ্গীর এবং লন্ডন মহানগর বিএনপির উপদেষ্টা আবুল হোসেন জসিম। তাঁরা প্রবাসে থেকেও শহীদ জিয়ার আদর্শ ছড়িয়ে দেওয়ার এবং সংগঠনকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা শেষে সাবেক ছাত্রদল নেতা মারুক মৃধা এক দীর্ঘ ও আবেগঘন মোনাজাত পরিচালনা করেন। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনার পাশাপাশি, বিএনপির চেয়ারপারসন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, প্রয়াত আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ থেকে গত জুলাই-আগস্ট ও গণতন্ত্র রক্ষার সংগ্রামে শহীদ সকল মানুষের জন্য দোয়া করেন। সংবাদ বিজ্ঞপ্তি