ব্রিটিশ বাংলাদেশি ফার্স্ট সিটিজেন্স অ্যালায়েন্স নির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ০৪ জুন ২০২৫
যুক্তরাজ্যের বিভিন্ন কাউন্সিলের সাবেক মেয়র ও স্পিকারদের সমন্বয়ে গঠিত সংগঠন ব্রিটিশ বাংলাদেশি ফার্স্ট সিটিজেন্স অ্যালায়েন্স (বিবিএফসিএ)-এর অভিষেক অনুষ্ঠিত হয়েছে।
গত ২২ মে বৃহস্পতিবার পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টের হলরুমে এই অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । অ্যালায়েন্সের চেয়ারপার্সন ব্রেন্ট কাউন্সিলর সাবেক মেয়র কাউন্সিলার পারভেজ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ও টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক স্পীকার কাউন্সিলার এম আয়াছ মিয়া।
বক্তব্য রাখেন বিবিএফসিএ’র ভাইস চেয়ারম্যান টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক স্পিকার আহবাব হোসেন, ট্রেজারার টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক স্পীকার খালেছ উদ্দিন আহমেদ, সহকারী ট্রেজারার সাবেক স্পীকার কাউন্সিলর সাবিনা আখতার, সাংগঠনিক সম্পাদক সাবেক স্পীকার কাউন্সিলর ফারুক চৌধুরী, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক ক্রয়ডন কাউন্সিলের সাবেক মেয়র কাউন্সিলর হুমায়ুন কবির ও প্রেস ও প্রচার সম্পাদক ক্রয়ডন কাউন্সিলে সাবেক মেয়র কাউন্সিলর শেরওয়ান চৌধুরী।
নির্বাহী সদস্য সাবেক মেয়র আব্দুল আসাদ, সাবেক মেয়র সইফুল আলম, প্রাক্তণ মেয়র সেলিম উল্লাহ, সাবেক মেয়র আব্দুল মুকিত চুনু এমবিই, প্রাক্তণ স্পিকার মতিন উজ জামান, সাবেক স্পীকার কাউন্সিলর শফি আহমেদ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সফিকুল হক।
বিবিএফসিএ’র সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটসের প্রাক্তণ মেয়র গোলাম মর্তুজা, প্রাক্তন মেয়র শফিকুল হক, ক্যামডেনের প্রাক্তণ মেয়র নুরুল ইসলাম পুতুল, টাওয়ার হ্যামলেটসের প্রাক্তণ স্পিকার মিজান চৌধুরী, প্রাক্তণ স্পিকার রাজিব আহমেদ, এম মুজিবুর রহমান, করবী কাউন্সিলের প্রাক্তন মেয়র কাউন্সিলর জিলানী চৌধুরী, ইজলিংটন কাউন্সিলের প্রাক্তন মেয়র কাউন্সিলর জাহাঙ্গীর হক, মোলভ্যালি কাউন্সিলের প্রাক্তন চেয়ারম্যান এম জুলহাস উদ্দিন, সাউথবোরো টাউনের প্রাক্তন মেয়র কাউন্সিলর রুফিয়া আশরাফ, নর্থহ্যাম্পটন টাউন কাউন্সিলের প্রাক্তন মেয়র কাউন্সিলর ফেরদৌসী হেনা চৌধুরী, ওয়ার্থিং বরো কাউন্সিলের প্রাক্তন মেয়র কাউন্সিলর আব্দুল আমিন, সুইন্ডনের সাবেক মেয়র কাউন্সিলর জাহেদ চৌধুরী, টাওয়ার হ্যামলেটসের সাবেক স্পিকার কাউন্সিলর ব্যারিস্টার সায়েফ উদ্দিন খালেদ, টাওয়ার হ্যামলেটসের স্পিকার কাউন্সিলর সুলুক আহমেদ, কাউন্সিলর আতিকুল হক, স্যালসবারি কাউন্সিলের প্রাক্তণ মেয়র কাউন্সিলর মোঃ আলী আকবর, কেম্পস্টোন টাউন বেডফোর্ডের মেয়র কাউন্সিলর আহমেদ মাহবুব ও হ্যারিঙ্গের বর্তমান মেয়র।
এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন বাংলাদেশ হাইকমিশনের কন্সুলার মৌমিতা জিনাত, ড. শাহানুর খান, ড. জাকির খান, আহমেদ উস সামাদ চৌধুরী, মাহমুদ হাসান এমবিই, অলি খান এমবিই, এম এ মুনিম ওবিই, বশির আহমেদ বিইএম, রফিক হায়দার, আরজু মিয়া এমবিই, ফারুক মিয়া এমবিই, জিএলএ মেম্বার উমেশ দেশাই, টাওয়ার হামলেটস কাউন্সিলের সাবেক লীডার হেলাল উদ্দিন আব্বাস, কাউন্সিলর সিরাজুল ইসলাম, সলিসিটর লুৎফুর রহমান, সৈয়দ নাহাস পাশা, সাইদুর রহমান রেনু, শাহাব উদ্দিন, নুরুল ইসলাম, বাংলাদেশ সেন্টারের সেক্রেটারি দেলোয়ার হোসেন ও ডঃ সৈয়দ মাশুক আহমেদ। সংবাদ বিজ্ঞপ্তি