লন্ডনের কুইন্স পার্ক বাংলাদেশি অ্যাসোসিয়েশনের উদ্যোগে ‘ওপেন ডে’ অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ০৫ জুন ২০২৫
খালেদ মাসুদ রনি:: লন্ডনের কুইন্স পার্ক বাংলাদেশি অ্যাসোসিয়েশনের উদ্যোগে নিউ ভিশন হাউজিং ও তার সিস্টার কোম্পানি মেট্রিমনি, অটোকার এবং প্রভিশন ফর পিসের যৌথ ‘ওপেন ডে’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার সন্ধ্যা ৭টায় কুইন্স পার্ক সেন্টারের থার্ড এভিনিউতে এই অনুষ্ঠানে সংশ্লিষ্ট কোম্পানিগুলোর কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়।
সারোয়ার আলমের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন শায়েখ আব্দুল কাইয়ুম এবং নাশিদ পরিবেশন করেন আতাউর রহমান।
অনুষ্ঠানে বক্তব্য দেন কুইন্স পার্ক বাংলাদেশি এসোসিয়েশনের ইউকের চেয়ারম্যান বুলবুল আহমেদ, সেক্রেটারি হেলাল আহমেদ, নিউ ভিশনের পরিচালক আব্দুল কাদির, সাব্বির আহমেদ ও সৈয়দ জুসেফ আলী, প্রভিশন ফর পিস এর পরিচালক শায়েখ ইব্রাহিম ও আমিনুর চৌধুরী, মেট্রিমনির পরিচালক সোয়েব আহমেদ, জগলুল রহমান, ক্বারী দেলোয়ার হোসেন এবং সাহেল আহমেদ প্রমুখ।
২০১৭ সালে সম্পূর্ণ হালাল পদ্ধতিতে নিউ ভিশন হাউজিং ব্যবসা শুরু করার পর গত ৮ বছরে তারা আরও তিনটি কোম্পানি প্রতিষ্ঠা করেছে। বক্তারা ভবিষ্যৎ প্রজন্মকে উদ্বুদ্ধ করে বলেন, উপার্জন ও গৃহ নির্মাণ থেকে শুরু করে বিয়ে-বিবাহ পর্যন্ত সর্বত্র হালাল পদ্ধতি অনুসরণের নৈতিক দায়িত্ব সকলের।
অতিথিদের উদ্দেশ্যে শায়েখ আব্দুল কাইয়ুম হালাল ব্যবসার প্রয়োজনীয়তা নিয়ে সংক্ষিপ্ত উপদেশমূলক বক্তব্য প্রদান করেন।