এনটিভি ইউরোপের বিশ্বনাথ প্রতিনিধি হলেন সাংবাদিক আক্তার
প্রকাশিত হয়েছে : ১২ জুন ২০২৫
লন্ডন থেকে প্রচারিত জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন এনটিভি ইউরোপ-এর সিলেটের বিশ্বনাথ উপজেলার প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন বিশিষ্ট সাংবাদিক আক্তার আহমদ শাহেদ। সম্প্রতি এনটিভি ইউরোপ কর্তৃপক্ষ তাকে এই দায়িত্ব প্রদান করেন।
সাংবাদিক আক্তার আহমদ শাহেদ দীর্ঘ ১০ বছর ধরে জাতীয় দৈনিক মানবজমিন এবং শ্যামল সিলেট-এর বিশ্বনাথ প্রতিনিধি হিসেবে সততা, পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন। সংবাদ অঙ্গনে তিনি ‘আক্তার’ নামেও পরিচিত।
বর্তমানে তিনি বিশ্বনাথ মডেল প্রেসক্লাব-এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি একই ক্লাবের দুইবার কোষাধ্যক্ষ হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেন।
এনটিভি ইউরোপ-এর বিশ্বনাথ প্রতিনিধি হিসেবে দায়িত্ব প্রদান করায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সাংবাদিক আক্তার আহমদ শাহেদ। একই সাথে দায়িত্ব পালনে তিনি উপজেলার প্রশাসনিক কর্মকর্তা, সহকর্মী সাংবাদিক, প্রবাসী নেতৃবৃন্দ ও সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন। সংবাদ সংক্রান্ত যে কোনো বিষয়ে ৮৮০১৭৯০৮৭৪৯৮৩-এই নাম্বারে যোগাযোগ করার জন্য তিনি সকলের প্রতি অনুরোধ করেছেন। সংবাদ বিজ্ঞপ্তি