সিলেটে প্রবাসীর বাড়িতে হামলার ঘটনায় অভিযুক্ত যুবদল নেতাকে বহিষ্কার
প্রকাশিত হয়েছে : ১৪ জুন ২০২৫
সিলেটে প্রতিনিধি:: সিলেটের ওসমানীনগরে প্রবাসীর বাড়িতে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে জেলা যুবদলের সদস্য এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আহবাবুল হোসেনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। শনিবার বিকেলে যুবদলের সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সিলেট জেলা যুবদলের সদস্য ও ওসমানীনগর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আহবাবুল হোসেনকে প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম (মুন্না) ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলামের যৌথ স্বাক্ষরে গঠনতন্ত্র মোতাবেক এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বহিষ্কৃত নেতার কোনো অপকর্মের দায়দায়িত্ব সংগঠন নেবে না। পাশাপাশি যুবদলের সব পর্যায়ের নেতা-কর্মীকে বহিষ্কৃত নেতার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীকে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
এর আগে গত বৃহস্পতিবার বিকেলে ওসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়নের খাদিমপুর যুক্তরাজ্যপ্রবাসী গোলাম রব্বানীর বাড়িতে হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় যুবদল নেতা আহবাবুলসহ ২১ জনের নামে শুক্রবার থানায় মামলা করা হয়।
যুবদল নেতা আহবাবুল হোসেনকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে জেলা যুবদলের সভাপতি মোমিনুল ইসলাম বলেন, দলীয় নেতা-কর্মীদের সাংগঠনিক শৃঙ্খলা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। কারও ব্যক্তিগত কর্মকাণ্ডের দায় সংগঠন নেবে না। দলীয় শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।