লন্ডনে ব্র্যাক সাজান এক্সচেঞ্জ ইউকে’র উদ্যোগে বাংলাদেশ ব্যাংকের গভর্ণরের সাথে মতবিনিময় : বৈধ চ্যানেলে অর্থ প্রেরণের মাধ্যমে দেশের অর্থনীতিতে ভুমিকা রাখতে প্রবাসীদের প্রতি আহবান
প্রকাশিত হয়েছে : ১৫ জুন ২০২৫
দেশ ডেস্ক, ১৫ জুন ২০২৫ : পূর্ব লন্ডনে ‘ব্র্যাক সাজান এক্সচেঞ্জ’ আয়োজিত এক মতবিনিময় সভায় বাংলাদেশ ব্যাংকের গভর্ণর ড. আহসান এইচ. মনসুর বৈধ চ্যানেলে অর্থ প্রেরণের মাধ্যমে দেশের অর্থনীতিতে ভুমিকা রাখতে প্রবাসীদের প্রতি আহবান জানিয়েছেন। পাশাপাশি তিনি ব্যাংকিং চ্যানেলে অর্থ প্রেরণে প্রবাসীদের উৎসাহিত করতে যুক্তরাজ্যের মানি ট্রান্সফার কোম্পানিসহ সকল অংশীদার প্রতিষ্ঠানকে আরও নিবিড়ভাবে কাজ করার আহ্বান জানান।
বাংলাদেশের অন্তবর্তীকালিন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনুসের সফরসঙ্গী হিসেবে গভর্ণর ড. আহসান এইচ মনসুর যুক্তরাজ্য সফরকালে ১০ জুন মঙ্গলবার সন্ধ্যায় পূর্ব লন্ডনের ব্রিকলেনের একটি রেস্টুরেন্টে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে যুক্তরাজ্যে বাংলাদেশের বিভিন্ন ব্যাংকের সাবসিডিয়ারি মানি ট্রান্সফার কোম্পানিসহ বাংলাদেশী মালিকানাধীন বিভিন্ন কোম্পানীর প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশনের কমার্শিয়াল কাউন্সিলর তানভীর এম আজিম।
শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ব্র্যাক সাজান এক্সচেঞ্জ ইউকে’র ম্যানেজিং ডিরেক্টর ও সিইও আব্দুস সালাম । তিনি তাঁর বক্তব্যে গভর্নরকে স্বাগত জানান এবং প্রবাসীদের রেমিটেন্স প্রেরণ সহজীকরণ, হুন্ডি প্রতিরোধ এবং প্রবাসীদের অর্থনৈতিক অবদানের যথাযথ স্বীকৃতির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ও প্রশ্নোত্তরপর্বে বক্তব্য রাখেন সোনালী পে ইউকে লিমিটেডের সিইও খাজা মাসুম বিল্লাহ, বিএ এক্সচেঞ্জ ইউকের সিইও শের মাহমুদ ও অপারেশন্স ম্যানেজার মোহাম্মদ রহিম, স্ট্যান্ডার্ড এক্সচেঞ্জ ইউকের সিইও মুহাম্মদ আব্দুল আহাদ, আইএফআইসি মানি ট্রান্সফার কোম্পানীর সিইও এম মনোয়ার হোসাইন ও এক্সিম এক্সচেঞ্জ ইউকের সিইও মোহাম্মদ জসিম উদ্দিন। এছাড়াও, যুক্তরাজ্যে বাংলাদেশী মালিকানাধীন মানি ট্রান্সফার কোম্পানীগুলোর মধ্যে উপস্থিত ছিলেন কুশিয়ারা ফিনান্সিয়াল সার্ভিস এর ম্যানেজিং ডাইরেক্টর হারুন মিয়া সিআইপি, কেএমবি ইন্টারন্যাশনাল মানি ট্রান্সফার এর কমরু মিয়া, আমাল ইউকে, এনইসি, এক্সএমজি ফিনান্সিয়াল সার্ভিসেস এবং অন্যান্য প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। এছাড়াও আন্তর্জাতিক মানি ট্রান্সফার কোম্পানীর মধ্যে উপস্থিত ছিলেন ইন্টারসিটি মানি লিমিটেড ও মায়ান পেমেন্টস লিমিটেড এর প্রতিনিধিগণ।
প্রতিনিধিগণ বাংলাদেশে ব্যাংকিং চ্যানেলে অর্থ প্রেরণের ক্ষেত্রে বিদ্যমান বিভিন্ন প্রতিবন্ধকতা দূরীকরণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে গভর্ণরের প্রতি আহবান জানান । জবাবে গভর্ণর বাংলাদেশ ব্যাংকের এখতিয়ারভুক্ত বিষয়গুলো খতিয়ে দেখা হবে বলে আশস্ত করেন।
অনুষ্ঠানে সাংবাদিকদের মধ্যে সাপ্তাহিক দেশ পত্রিকার সম্পাদক ও লন্ডন বাংলা প্রেস ক্লাবের জেনারেল সেক্রেটারি তাইসির মাহমুদ, টিভিওয়ান এর সিনিয়র রিপোর্টার জাকির হোসেন কয়েস ও চ্যানেল এস এর সিনিয়র রিপোর্টার রেজাউল করিম মৃধা গভর্ণরকে বিগত সরকারের আমলে বাংলাদেশ থেকে পাচার হওয়া ১৮ থেকে ২০ বিলিয়ন ডলার দেশে ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়ার অগ্রগতি সম্পর্কে জানতে চান। জবাবে গভর্ণর আহসান এইচ মনসুর বলেন, পাচার হওয়া অর্থ ও সম্পদ ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়া জটিল। এখানে বিভিন্ন বিভাগ জড়িত। তবে বাংলাদেশ সরকার খুবই আন্তরিকভাবে কাজ করছে। ইতোমধ্যে কিছু সম্পদ জব্দ করা হয়েছে। পাচারকৃত অর্থ ও সম্পদ ফিরিয়ে নিতে ৩ থেকে ৪ বছর লেগে যেতে পারে।