ইরানে ইসরায়েলের আগ্রাসন বন্ধ ও ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র ঘোষণার আহ্বান
প্রকাশিত হয়েছে : ১৬ জুন ২০২৫
ইরানে ইসরায়েলের আগ্রাসন বন্ধ ও ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করার আহ্বান জানিয়েছেন ইউরোপের ইসলামী নেতৃবৃন্দ। গত ১৫ জুন রোববার লন্ডনের ফোর্ড স্কয়ার কনফারেন্স হলে জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপ-এর উদ্যোগে অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী ও কর্মী সমাবেশে এই আহ্বান জানান তারা।
সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মাওলানা মুফতি জিল্লুল হকের সভাপতিত্বে এবং মহাসচিব মুফতি মাওসুফ আহমদের সঞ্চালনায় হাফিজ আব্দুল্লাহ রাব্বানির কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।
সমাবেশে বক্তব্য রাখেন ইউরোপ জমিয়তের প্রধান উপদেষ্টা হাফিজ মাওলানা শামসুল হক, সহ-সভাপতি মাওলানা সৈয়দ আশরাফ আলী, মাওলানা গোলাম কিবরিয়া, হাফিজ মাওলানা মোবারক আলী, যুগ্ম-মহাসচিব মাওলানা মামনুন মুহিউদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মাওলানা আবুল বাসিত, মাওলানা মোখতার হোসেন, মাওলানা নাবিল আহমদ, লন্ডন মহানগর জমিয়তের সভাপতি মাওলানা জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইফুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা আনওয়ার হোসাইন রাব্বানী, সহ-প্রচার সম্পাদক মাওলানা আবু সুফিয়ান, তাফসিরুল কুরআন বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল আওয়াল, যুব বিষয়ক সম্পাদক মাওলানা হোসাইন আহমদ এবং নির্বাহী সদস্য মাওলানা কামাল উদ্দিন প্রমুখ।
বক্তারা বলেন, ইসরায়েল কর্তৃক ইরানের উপর সাম্প্রতিক আগ্রাসন অবিলম্বে বন্ধ করতে হবে। ইসরায়েল বারবার আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে মানবতাবিরোধী অপরাধ করে চলেছে—এর বিচার আন্তর্জাতিক আদালতে নিশ্চিত করতে হবে। ফিলিস্তিন রাষ্ট্রকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে ঘোষণা করতে হবে এবং গাজা থেকে ইসরায়েলি বাহিনীকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে। তারা আরও বলেন, “আর যেন এক ফোঁটা রক্ত না ঝরে, তার জন্য বিশ্ব নেতাদের কার্যকর পদক্ষেপ নিতে হবে।
বাংলাদেশ প্রসঙ্গে তারা বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রস্তাবিত নারী নীতিমালা কুরআন-সুন্নাহবিরোধী এবং ইসলামী মূল্যবোধ পরিপন্থী। পাশাপাশি এই নারী নীতিমালা আবহমান কাল থেকে চলে আসা বাংলাদেশি সংস্কৃতিরও পরিপন্থী একটি নীতি। তাই অনতিবিলম্বে এই নীতিমালা বাতিল করতে হবে। নারীর ন্যায্য অধিকার এবং সম্মান প্রতিষ্ঠিত হয়-এমন একটি নীতিমালা প্রণয়ন করতে হবে।
অন্তর্বর্তীকালীন সরকারের যৌক্তিক ও প্রয়োজনীয় সংস্কারকে আমরা স্বাগত জানাই, কিন্তু সংস্কারের নামে ইসলামবিরোধী কোনো এজেন্ডা বাস্তবায়ন করা যাবে না-সে ব্যাপারে সবাইকে সোচ্চার ও সতর্ক থাকতে হবে।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন-মুফতি ফয়জুর রহমান, মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা আখলাক আহমদ চৌধুরী, হাফিজ মুশাররফ আহমদ, মাওলানা মাহবুবুর রহমান, হাজী শায়েস্তা মিয়া, হাজী আব্দুল খালিক, হাজী জয়নুল ইসলাম, হাজী আনওয়ার বখত, হাজী জাফর মোহাম্মদ, মাওলানা আব্দুল করীম ও হাজী মাশুক আহমদ প্রমুখ।